Advertisement
Advertisement
CM Mamata Banerjee

দেশরক্ষায় শহিদ বাংলার দুই জওয়ান, পরিবারের পাশে দাঁড়িয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

শনিবার দু'জনের দেহ আসতে পারে গ্রামে।

2 Bengali soldiers martyred in defence of the country, CM Mamata Banerjee expresses condolences
Published by: Subhankar Patra
  • Posted:October 11, 2025 1:04 pm
  • Updated:October 11, 2025 1:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্তনাগে সেনাবাহিনীর অভিযানে তুষাররঝড়ে মধ্যে পড়ে শহিদ হয়েছেন বাংলার দুই জওয়ান। একজন মুর্শিদাবাদের বাসিন্দা পলাশ ঘোষ (৩৮) অন্যজন বীরভূমের সুজয় ঘোষ (২৮)। এই ঘটনায় শোকপ্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন পাশে থাকার বার্তা। মুখ্যমন্ত্রী লেখেন, ‘তাঁদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে আমাদের সরকার দুই পরিবারকেই সম্ভাব্য সকল সহায়তা করবে।’

Advertisement

বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে আতঙ্কবাদী নিকেশ অপারেশন চলায় সেনাবাহিনী। সেই অভিযান দলে ছিলেন বাংলার দুই প্যারা কমান্ডো। ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ (৩৮) ও ল্যান্স নায়েক সুজয় ঘোষ (২৮)। অভিযানের সময় তুষারঝড়ের মধ্যে পড়েন তাঁরা। নিখোঁজ হয়ে যান পলাশ ও সুজয়। দুই প্যারা কমান্ডোর খোঁজে তল্লাশি চালাতে থাকে সেনাবাহিনী। বরফাবৃত অবস্থায় উদ্ধার করা হয় পলাশকে। আইসিইউতে থাকাকালীন মৃত্যু হয় তাঁর। পরে উদ্ধার করা সুজয়ের দেহ। আজ, শনিবার দু’জনের দেহ আসতে পারে গ্রামে।

 

এই ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানে প্রতিকূল আবহাওয়া ও তুষারধসে আমাদের বাংলার দুই সাহসী প্যারা-কমান্ডোর শহিদ হওয়ার ঘটনায় আমি শোকাহত। বীরভূমের ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে দেশরক্ষায় তাঁদের অসীম বীরত্ব, নিষ্ঠা এবং আত্মত্যাগের জন্য আমার স্যালুট জানাই। তাঁদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে আমাদের সরকার দুই পরিবারকেই সম্ভাব্য সকল সহায়তা করবে।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ