সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষা, স্বাস্থ্য, সেবা, শান্তি এবং ঐক্য – এই পাঁচটি মন্ত্র কে হাতিয়ার করে ‘মিলনায়তন ক্লাব’ দীর্ঘ ৭২ বছর অতিক্রম করেছে। ফুটবল খেলাকে ছোটদের মধ্যে আরও জনপ্রিয় করার জন্য মিলনায়তন ১২ ও ১৩ এপ্রিল, দু’দিন ব্যাপী নৈশালোকে সারা বাংলা সাব-জুনিওর ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল।
বহু দর্শকের আগমনে, স্থানীয় এবং অন্যান্য পৌরমাতা ও পৌরপিতা এবং স্থানীয় বিধায়ক মাননীয় শ্রী দেবব্রত মজুমদার -এর উপস্থিতিতে হালতু মিলনায়তন ময়দানে এক মনোরম পরিবেশে ফুটবল প্রতিযোগিতা সুসম্পন্ন হল। ‘বোসপুকুর ইয়ংস্টার ক্লাব’ এই প্রতিযোগিতার ফাইনালে ‘হালতু মাতৃসংঘ’ কে পরাজিত করে জয়ী হয়েছে।
ভারত-বিখ্যাত একঝাঁক প্রাক্তন ফুটবলারও পুরস্কার-বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিলনায়তন ক্লাব তার অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি নতুন প্রজন্মকে ফুটবলমুখী করতে ধারাবাহিক প্রচেষ্টা চালাতে বদ্ধপরিকর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.