ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: একুশে জুলাই শহিদ দিবস বরাবর রাজ্যের শাসকদল তৃণমূলের মেগা ইভেন্ট। এবার আবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশ জুলাই। ফলে তার গুরুত্ব অনেকটাই বেশি। তার তোড়জোড়ও তুঙ্গে। রাত পোহালে, সোমবারই সেই শ্রদ্ধাজ্ঞাপনের দিন। মঞ্চ প্রায় প্রস্তুত। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৈরি মঞ্চে বসতে পারবেন একসঙ্গে প্রায় ৬০০ জন। কেমন হচ্ছে সেই মঞ্চসজ্জা। তা এবার প্রকাশ্যে এল।
জানা গিয়েছে, একুশে জুলাই সমাবেশের মূল মঞ্চটি হচ্ছে ত্রিস্তরীয় এবং আড়ে-বহরে অনেকটা বড়। ভিক্টোরিয়া হাউসের সামনে তিন ধাপে তৈরি মঞ্চে বসবেন শীর্ষ নেতৃত্ব, অতিথি, নির্বাচিত জনপ্রতিনিধি, শহিদ পরিবারের সদস্যরা। প্রথম মঞ্চটি মাটি থেকে ১১ ফুট উঁচু, দ্বিতীয় ও তৃতীয়টির উচ্চতা যথাক্রমে ১২ ও ১৩ ফুট। মঞ্চের দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৪২ ফুট। গোটা মঞ্চ ঘিরে ফেলা হবে দলীয় পতাকা তেরঙ্গার রঙে। আরও জানা যাচ্ছে, তিনটি মঞ্চের প্রথমটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রথম সারির শীর্ষ নেতারা। দ্বিতীয় মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। আর মঞ্চের তৃতীয়ভাগে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।
তৃণমূল সূত্রে খবর, সোমবার কলকাতায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঞ্চ ঘেরা হচ্ছে না, খোলাই থাকছে। বিগত বছরগুলিতে এই দিনে বৃষ্টিতে ভিজেই বক্তব্য রাখতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের কথায়, বৃষ্টি আশীর্বাদের মতো নেমে আসে এই দিনটিতে। এবারও তা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে। গোটা সমাবেশ দলের সোশাল মিডিয়া পেজে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া শহরজুড়ে থাকছে একাধিক জায়েন্ট স্ক্রিন। পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড চত্বরে ১৫টি জায়েন্ট স্ক্রিন বসানো হবে। তাতে পথচলতি মানুষজনও সমাবেশের সাক্ষী থাকতে পারবেন। সমাবেশ শান্তিপূর্ণ করতে ১০০০ স্বেচ্ছাসেবক থাকবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.