Advertisement
Advertisement

Breaking News

TMC 21 July Rally

বিজেপির রাজ্যে বাংলা বললে হেনস্তা! একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক মমতার, ঘোষিত কর্মসূচি

কী জানালেন মমতা?

TMC 21 July Rally: Mamata Banerjee announces new program to protect Bengali language
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 21, 2025 2:20 pm
  • Updated:July 21, 2025 3:45 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভিনরাজ্যে বাংলা বললেই হেনস্তার অভিযোগে তোলপাড় রাজ্য-রাজনীতি। একুশের মঞ্চ (TMC 21 July Rally) থেকে সেই ইস্যুতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষারক্ষায় এদিন আন্দোলনের ডাক দিলেন তিনি। জানালেন, আগামী ২৭ জুলাই অর্থাৎ নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার জেলায় জেলায় মিটিং-মিছিল হবে। নাগরিক সমাজকে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় আহ্বান জানালেন। 

Advertisement

বাংলার আবেগ, বাঙালির গর্ব। এমন সোনাঝরা ভাষা আজ আক্রমণের মুখে! বাংলার বাইরে ‘মধুরতম’ ভাষায় কথা বললেই জুটছে ‘বাংলাদেশি’ তকমা। দেশের মানুষকে দেশছাড়া করার তোড়জোড় চলছে। এবং বেশিরভাগ ঘটনাই ঘটছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। পরিস্থিতির গতিপ্রকৃতি দেখে মনে করা হচ্ছে, সমৃদ্ধশালী বাংলা ভাষাকে বাঁচাতে নতুন করে লড়াই শুরু প্রয়োজন। সোমবার তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নেতাদের কর্মসূচি বেঁধে দিলেন তিনি। আগামী ২৬ জুলাইয়ের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে। ২৭ জুলাই থেকে নামতে হবে ময়দানে। প্রতি শনিবার ও রবিবার করে প্রতিটি জেলার সমস্ত স্তরের নেতাদের মিটিং-মিছিলের আয়োজনের নির্দেশ দেন তিনি। তাঁর কথায়, এ লড়াই ভাষা বাঁচানোর লড়াই। এ লড়াই আমাদের লড়তে হবে।” 

প্রসঙ্গত, এদিনের মঞ্চ থেকে বাঙালি হেনস্তা নিয়ে বিজেপিকে একহাত নেন মমতা। তিনি বলেন, জানেন বাংলা ভাষার উপর সন্ত্রাস? তার যুক্তি, বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে এই বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। এরপরই হুঙ্কার ছেড়ে মমতা বলেন, “বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য গ্রেপ্তার করা হয়, এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি ছাড়ার লোক নেই। সিঙ্গুর-নন্দীগ্রামের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement