ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই একুশে জুলাই, তৃণমূলের শহিদ দিবস (21 July Shahid Diwas)। তার আগে রবিবার সন্ধ্যায়, ধর্মতলার সভামঞ্চ থেকে ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের সেই ভয়ংকর স্মৃতি মনে করালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন ধর্মতলাতেই শহিদ দিবস পালন, আরও একবার তার কারণ ব্যাখ্যা করলেন তিনি।
সিপিএম আমলের অত্যাচারের কথা স্মরণ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বললেন, “ওরা কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না। আমাদের দাবি ছিল, সচিত্র পরিচয়পত্র। সেই সময় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল। সিপিএমের কোনও ক্ষমতা ছিল না তা থামানোর। তাই গণতন্ত্রের কণ্ঠরোধের জন্য ওরা গুলি চালিয়েছিল। ১৩ জন মারা যান। ১৫০ আহত হন।” এরপরই মমতা বলেন, “৩৩ বছর ধরে এই জায়গায় প্রোগাম করি। কারণ, এখানেই অনেক প্রাণ লুটিয়ে পড়েছিল, রক্তের বন্যা বয়েছিল।” ধর্মতলায় ২১ জুলাই পালনে আপত্তি নিয়েও এদিন সরব হলেন মমতা। বললেন, “আমাদের এই প্রোগাম নিয়ে অনেকের আপত্তি। কিন্তু তারা যখন প্রোগ্রাম করে পুলিশের অনুমতি নেয়? অনুমতি না মিললেও তারা জমায়েত করে।” এরপরই মমতার প্রশ্ন, “আমরা তোমাদের মতো প্যারালাল প্রোগ্রাম করি?” এক্সহ্যান্ডেলে বীরশহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করলেন তিনি।
বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
১৯৯৩ সালের ২১ জুলাই আমাদের ১৩ জন সহযোদ্ধা সিপিআইএমের পুলিশের বর্বরোচিত অত্যাচার এবং নির্মম গুলিতে অকালে প্রাণ হারান।
ঐ দিন বন্দন দাস, মুরারী চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ ব্যানার্জী, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ…
— Mamata Banerjee (@MamataOfficial)
উল্লেখ্য, এবার একুশে জুলাই সমাবেশের মূল মঞ্চটি ত্রিস্তরীয় এবং আড়ে-বহরে অনেকটা বড়। ভিক্টোরিয়া হাউসের সামনে তিন ধাপে তৈরি মঞ্চে বসবেন শীর্ষ নেতৃত্ব, অতিথি, নির্বাচিত জনপ্রতিনিধি, শহিদ পরিবারের সদস্যরা। প্রথম মঞ্চটি মাটি থেকে ১১ ফুট উঁচু, দ্বিতীয় ও তৃতীয়টির উচ্চতা যথাক্রমে ১২ ও ১৩ ফুট। মঞ্চের দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৪২ ফুট। গোটা মঞ্চ ঘিরে ফেলা হবে দলীয় পতাকা তেরঙ্গার রঙে। আরও জানা যাচ্ছে, তিনটি মঞ্চের প্রথমটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রথম সারির শীর্ষ নেতারা। দ্বিতীয় মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। আর মঞ্চের তৃতীয়ভাগে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.