ছবি: সুমন দাস।
ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায়: দিনকয়েক খড়গপুরে ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’-এর পোস্টার ছেঁড়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল। শহিদ দিবসের মঞ্চ থেকে সেই ইস্যুতেও সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “বাংলায় থেকে আমার পোস্টার ছিঁড়বে!” সোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে নেতিবাচক ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে বলেও সুর চড়ালেন মমতা।
সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে প্রযুক্তি। সোশাল মিডিয়া প্রচারের একটা বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোও সোশাল মিডিয়াকে হাতিয়ার করছে। শাসক-বিরোধী উভয়ের পক্ষ থেকেই আক্রমণাত্মক ভিডিও প্রচার করা হচ্ছে। একুশের মঞ্চ থেকে এদিন তা নিয়ে সুর চড়ান মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি দাবি করেন, কিছু মানুষ শুধুমাত্র অর্থ উপার্জনের আশায় মিথ্যে ভিডিও প্রচার করছে। যার কোনও সারবত্ত্বা নেই। তাঁদের সতর্ক করে দেন তিনি। সাফ বলেন, “সকলের ভিডিও দেখেই বিশ্বাস করবেন না। এখন এআই দিয়ে যে যা খুশি করছে।”
এরপরই পোস্টার ছেঁড়ার প্রসঙ্গে মুখ খোলেন মমতা। বিরোধীদের একহাত নিয়ে তিনি বলেন, “বাংলায় থেকে আমার পোস্টার ছিঁড়বে!” কিন্তু কেন একথা বললেন মমতা? ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। গত ১৮ জুলাই খড়গপুরে ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’-এর পোস্টার ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। তারপরই পুলিশের দ্বারস্থ হন এক ব্যক্তি। শনিবার এফআইআর দায়ের করেন তিনি। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। তা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছিলেন স্থানীয়রা। মনে করা হচ্ছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.