নব্যেন্দু হাজরা: হাজার, দু’হাজার নয়। ১৫ বছরের পুরনো প্রায় ২২ হাজার গাড়ি বাতিল করা হবে। যার মধ্যে প্রায় ৭০০ গাড়ি রয়েছে পুলিশেরই। ইতিমধ্যেই সেই ‘বৃদ্ধ’ সরকারি গাড়িগুলো চিহ্নিত করে সেগুলোকে বসিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রত্যেক দপ্তরকে গাড়ির সংখ্যা এবং নম্বর জানিয়ে সেগুলোকে বসিয়ে দিতে বলা হয়েছে। ছোট চারচাকা থেকে সেডান, সব ধরনের গাড়ি রয়েছে এই বাতিলের তালিকায়।
নবান্ন সূত্রে খবর, চিহ্নিত হওয়া ‘বৃদ্ধ’ গাড়ি বসিয়ে দেওয়ার পর নতুন করে কয়েকটি দপ্তর গাড়ি কেনাও শুরু করেছে। তবে এবার বৈদ্যুতিক গাড়ি কেনার উপর জোর দিয়েছে রাজ্য সরকার। পরিবহণদপ্তর সূত্রে খবর, বাতিলের তালিকায় রয়েছে পুলিশের ৬৯৮টি, পরিবহণ দপ্তরের ৪৮১টি, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার ৭১০টি গাড়ি। পূর্ত, পঞ্চায়েত, জনস্বাস্থ্য কারিগরি-সহ অন্যান্য সরকারি দপ্তর মিলিয়ে রয়েছে ১৯,৭৯৩টি গাড়ি। সব মিলিয়ে প্রায় ২২ হাজার গাড়ি বাতিল করা হবে।
সম্প্রতি ফিটনেস না থাকা গাড়ি ধরপাকড় এবং ‘বৃদ্ধ’ গাড়ি বাতিল করতে পরিবহণদপ্তর কোমর বেঁধে নেমেছে। তাই বেসরকারি বাণিজ্যিক গাড়ি বাতিলের পাশাপাশি সরকারি গাড়ি বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে। সাধারণত সরকারি গাড়িতে অনেক অফিসার বা আমলারা চড়ে থাকেন। সে ক্ষেত্রে বিপুল সংখ্যক গাড়ি বাতিল হওয়ায় সরকারি অফিসাররা কীভাবে যাতায়াত করবেন তাই নিয়ে উঠছে প্রশ্ন। পরিবহণদপ্তর সূত্রে জানা গিয়েছে, সরকারি আধিকারিকদের জন্য নতুন গাড়ি কেনা শুরু হয়েছে। তবে বহু গাড়ি ভাড়াতেও নেওয়া হচ্ছে। বেশিরভাগই এবার ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, অনেকেই গাড়ির অপব্যবহার করে থাকেন। সরকারি কাজের পরিবর্তে ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকেন। আবার গাড়ি পাওয়ার কথা নয় এমন অনেকেই গাড়ি পেয়ে থাকেন। ফলে গাড়ি বাতিল হলে এই অপব্যবহার কমবে।
নবান্নের কর্তারা জানান, বাতিল গাড়ি সরকারের বিভিন্ন খোলা জায়গা, ডিপোতে রাখা হয়েছে। ধাপে ধাপে সেগুলো স্ক্র্যাপ করা হবে। তবে ১৫ বছরের মেয়াদ যদি সুপ্রিম কোর্টের নির্দেশে বাড়ে সে ক্ষেত্রে পুনরায় এই গাড়িগুলো রাস্তায় নামানো হবে কি না, সেই সিদ্ধান্ত হয়নি। নবান্নের এক আধিকারিকের কথায়, আদালতের নির্দেশ মেনেই এই পুরনো গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। তা ছাড়া আনফিট গাড়ি রাস্তায় বেরোলে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে। তার উপর সেই গাড়ি যদি সরকারি হয়, সেটা সরকারের পক্ষেই খারাপ। তাই সব নিয়ম মেনেই কাজটা করা হচ্ছে। তবু দু’-একটি ক্ষেত্রে ভুলচুক হয়ে যায়। তাও যাতে না হয়, তাই এই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.