Advertisement
Advertisement
Shibpur

বোটানিক্যাল গার্ডেনের নিরাপত্তারক্ষীর তাড়া খেয়ে গঙ্গায় ঝাঁপ ৩ যুবকের!

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

3 Youth jumped in Ganga in Howrah | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 9, 2023 8:13 pm
  • Updated:February 9, 2023 8:15 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: ভরসন্ধেয় দুর্ঘটনা শিবপুর বোটানিক্যাল গার্ডেন চত্বরে। নিরাপত্তারক্ষীদের তাড়া খেয়ে গঙ্গায় ঝাঁপ দিল ৩ যুবক। ২ জন কোনওরকম প্রাণ বাঁচাতে পারলেও একজন এখনও নিখোঁজ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement

জানা গিয়েছে, তিন যুবকের নাম প্রসেনজিৎ মাজি, সোনু মাজি ও আকাশ মাহাতো। বি গার্ডেন বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা তাঁরা। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার বিকেলে ৩ যুবক বি গার্ডেনের ১ নম্বর গঙ্গাঘাটে গিয়ে বসেন। সেখানে বন্ধুরা বসে গল্প করছিলেন। অভিযোগ, বোটানিক্যাল গার্ডেনের নিরাপত্তারীরা তাঁদের তাড়া করে। তাতে ভয় পেয়ে যায় তিন যুবক। তাঁরা আতঙ্কে গঙ্গায় ঝাঁপ দেয়। সকলে বিষয়টা টের পেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

[আরও পড়ুন: ত্রিপুরায় জমি ছাড়তে নারাজ তৃণমূল, শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপাচ্ছেন কুণাল-নুসরত-ফিরহাদরা]

ঝাঁপ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দুই যুবক সাঁতরে পাড়ে উঠে যান। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও প্রসেনজিৎ উঠতে পারেননি। ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় তল্লাশি। তবে দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তাঁকে উদ্ধার করা যায়নি। এদিকে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। নিরাপত্তারক্ষীরা তাড়া না দিলে এই ঘটনা ঘটত না বলেই আক্ষেপ পরিবারের।

[আরও পড়ুন: বিয়েবাড়িতে খাবারের থালা নিয়ে বিবাদ, ব্যান্ডবাদকদের মারে মৃত্যু ক্যাটারিং কর্মীর]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement