অর্ণব আইচ: অধিক লাভের ফাঁদ পেতে কলকাতার বাসিন্দাকে প্রতারণা! কোটি টাকার উপর প্রতারণার অভিযোগে পাঞ্জাবের মোহালি থেকে গ্রেপ্তার জিম্বাবোয়ের ৩ বাসিন্দা। তাঁদের থেকে ছয়টি ফোন, একটি ল্যাপটপ ও কিছু ব্যাঙ্কের কাগজ উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের ট্রানজিট রিমান্ডে শহরে আনতে স্থানীয় আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জ থানার বাসিন্দা ৫৩ বছরের বাসিন্দা সন্দীপ ঘোষকে অধিক লাভের কথা বলে ধাপে ধাপে ১ কোটি, ১০ লাখ, ৪১ হাজার ২৫০ টাকা নেন প্রতারকরা। ধৃতরা ভুয়ো মেইল, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও লেটারহেড বানিয়ে প্রতারণা করেন বলে অভিযোগ। অভিযুক্তরা ইউকের অ্যাবট ফার্মাসিউটিক্যাল সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নথি জাল করে সন্দীপবাবুকে কোলা নাট ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে প্ররোচিত করেন। সেই ফাঁদে পা দিয়ে কোটি টাকার উপরে খোয়ান সন্দীপ। বুঝতে পেরেই থানায় অভিযোগ জানান তিনি। তদন্তে নামে টালিগঞ্জ থানার পুলিশ।
তদন্তে পুলিশ জানতে পারে বিদেশি এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। এও জানা যায় তাঁরা মোহালিতে রয়েছেন। সেই মতো সেখানে অভিযান চালিয়ে জিম্বাবোয়ের তিন বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম তিনাশে গাডজিক্কোয়া প্রেইস (২২), মালভের্ন মাতুমগামিরে (২৫), ন্যামহুঙ্গা লেনন কুদাকোয়াশে (২৩)। এঁরা প্রত্যেকেই জিম্বাবুয়ের বাসিন্দা। এই ঘটনায় আন্তর্জাতিক কোনও প্রতারণা চক্র জড়িত আছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.