Advertisement
Advertisement
Dharmatala

ধর্মতলার পাঁচতারা হোটলের বাথরুম থেকে চুরি ৩৫ লক্ষ টাকার সামগ্রী, তদন্তে পুলিশ

এই হোটেলটিতে সংস্কারের কাজ চলছে।

35 lakh asset stolen from 5 Star Hotel in Dharmatala
Published by: Subhankar Patra
  • Posted:July 23, 2025 3:40 pm
  • Updated:July 23, 2025 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার পাঁচতারা হোটেলে চুরি। হোটলের বাথরুম থেকে খোয়া গেল প্রায় ৩৫ লক্ষ টাকার সামগ্রী। তদন্তে নেমেছে নিউমার্কেট থানার পুলিশ। ঠিকাদার সংস্থা থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রত্যেক কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

Advertisement

১৮ মাসের জন্য বন্ধ রয়েছে এই বিলাসবহুল হোটেলটি। ২০২৪ সালের আগস্টে কর্তৃপক্ষ ঘোষণা করেন সংস্কারের জন্য হোটেলটি বন্ধ রাখা হচ্ছে। তারপর থেকেই কাজ শুরু হয়। ঢেলে সাজানো হতে থাকে পরিকাঠামো। সম্প্রতি জানা যায়, শৌচাগারের সংস্কারের সময় শাওয়ারহেড থেকে জলের কল গায়েব হয়ে গিয়েছে। চুরি গিয়েছে কিছু পাখাও। ২২৮টি শাওয়ার, আটটি সিলিং ফ্যান হাউসকিপিং প্যান্ট্রি থেকে চুরির অভিযোগ করা হয়েছে।
এই বিষয়টি প্রথম নজরে আসে হোটেলের এক শিফ্‌ট ইঞ্জিনিয়ারের। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি জানান, কর্তৃপক্ষকে। নিউ মার্কেট থানায় অভিযোগ জানানো হয়।

এই সংস্কারের কাজের জন্য ২০ জন নিরাপত্তারক্ষীকে নিয়োগ করেছে সংস্থা। তাঁদের চোখ এড়িয়ে এতগুলি সামগ্রী কী করে হোটেলের বাইরে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিপুল অর্থমূলের সামগ্রী চুরিতে ঠিকাদারি সংস্থা বা নিরাপত্তারক্ষী জড়িত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement