সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লির ন্যাশনাল অ্যাকাডেমি অফ আর্টের ললিতকলা আকাদেমি তৃতীয় বিয়েনালে ইন্ডিয়া ২০২৬-এর ঘোষণা করেছে। কলকাতায় এক সাংবাদিক সম্মেলন ডেকে এই ঘোষণা করা হয়েছে। ২০১৮ ও ২০২১ সালের সাফল্যের পর বিয়েনালের লক্ষ্য সমসাময়িক প্রিন্টমেকিংয়ের এক বিশ্বমঞ্চ গড়ে তোলা। অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ভারত-সহ সারা বিশ্বের পেশাদার শিল্পীদের।
এদিন কলকাতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃতীয় প্রিন্ট বিয়েনালে কমিশনার সি এস কৃষ্ণা সেট্টি। ছিলেন কমিটির সদস্য হনুমান কাম্বলি, বিজয় বাগোডি, আর এম পালানিআপ্পান, দত্তাত্রেয় আপ্তে, আনন্দময় বন্দ্যোপাধ্যায়। এছাড়া ললিতকলা আকাদেমির ভাইস চেয়ারম্যান ড. নন্দলাল ঠাকুরও উপস্থিত ছিলেন এদিনের মঞ্চে।
প্রতিযোগীদের ২০২২ সালের পরে আঁকা ছবির তিনটি অরিজিনাল প্রিন্ট জমা দিতে হবে। দ্বিস্তরীয় আন্তর্জাতিক জুরিরা প্রতিযোগিতা ও প্রদর্শনীর জন্য ছবি বেছে নেবেন। পাঁচজন সেরার জন্য থাকছে ২ লক্ষ টাকার পাঁচটি পুরস্কার। আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের ক্ষেত্রে এন্ট্রি ফি ৫০ ডলার। সার্ক/ আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির বাসিন্দা হলে তা দেড় হাজার টাকা। ভারতীয়দের ক্ষেত্রে এন্ট্রি ফি ১ হাজার টাকা। নয়াদিল্লির ললিতকলা আকাদেমিতে শিল্পকর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৫।
কলকাতার নতুন ভবনে ২০২৬ সালের জানুয়ারিতে প্রদর্শিত হবে নির্বাচিত শিল্পকর্মগুলি। সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন শহরেও তা প্রদর্শিত হওয়ার। বিস্তারিত জানতে ও ফর্মের জন্য যেতে হবে www.lalitkala.com-এ। অথবা মেল করতে যাবে [email protected]এ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.