Advertisement
Advertisement

Breaking News

Kolkata

ফোর্ট উইলিয়ামে উঁকিঝুঁকি! সেনা-পুলিশ যৌথ অপারেশনে কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি

ভুয়ো আধার কার্ড তৈরি করে বাংলায় বাস করত সে।

A Bangladeshi arrests from Kolkata

প্রতীকী ছবি

Published by: Sayani Sen
  • Posted:July 10, 2025 12:02 am
  • Updated:July 10, 2025 12:02 am  

অর্ণব আইচ: নাগরিকত্বের প্রমাণ বলতে সঙ্গে থাকা ভুয়ো আধার কার্ড। আর তা নিয়ে দিনের পর দিন কলকাতায় বাস ব্যক্তির। সেনা ও কলকাতা পুলিশের যৌথ অপারেশনে পাকড়াও অভিযুক্ত। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।

Advertisement

ধৃত আজিম শেখ, বাংলাদেশের খুলনার বাসিন্দা। জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে কলকাতায় চলে আসে সে। গার্ডেনরিচের এক আবাসনে থাকতে শুরু করে। সঙ্গে ছিল আত্মীয়রা। সম্প্রতি ফোর্ট উইলিয়ামের গেটের কাছে ঘোরাফেরা করতে দেখা যায় তাকে। উঁকিঝুঁকি মারতে নাকি দেখা যায় আজিমকে। তার আচরণ দেখে সন্দেহ হয় সেনাকর্মীদের। ঠিক কী কারণে উঁকিঝুঁকি দিচ্ছে, সে বিষয়ে প্রশ্ন করা হয়। তদন্তে নেমে দেখা যায়, আজিমের কাছে দু’টি আধার কার্ড রয়েছে। দু’টিতে লেখা জন্ম তারিখ আবার দু’রকম। এছাড়া ওই পরিচয়পত্রে উল্লেখিত মায়ের জন্মসাল মোটেও মানানসই নয়। কারণ, হিসাব করে দেখলে দেখা যাচ্ছে আজিম ও তার মায়ের বয়সের ব্যবধান মাত্র ৬ বছর। সুতরাং মা-ছেলের সম্পর্কও যে ভুয়ো তা স্পষ্ট।

এরপর সেনা গোয়েন্দারা তাকে পাকড়াও করে। গ্রেপ্তার করে হেস্টিংস থানার পুলিশের হাতে তুলে দেয়। ভুয়ো পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের সঙ্গে আর কেউ যুক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে। অনুপ্রবেশের কারণ কী আর ফোর্ট উইলিয়ামে উঁকিঝুঁকিই বা কেন দিচ্ছিল যুবক, বিষয়টি তদন্তসাপেক্ষ বলেই দাবি পুলিশের। আজিমকে জেরা করে সমস্ত তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement