Advertisement
Advertisement

Breaking News

Bowbazar

মেরামতির কাজের মাঝেই দুর্ঘটনা, বউবাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দীপ্রাচীন বাড়ির একাংশ

জখম ১ শ্রমিক।

A building of Bowbazar partially collapsed
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 8, 2025 12:34 pm
  • Updated:June 8, 2025 1:36 pm   

অর্ণব আইচ: মেরামতির কাজ চলাকালীন দুর্ঘটনা। বউবাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দীপ্রাচীন বাড়ির একাংশ। সেই সময় ভিতরে কাজ চলছিল। ফলে বেশ কয়েকজন আটকে পড়েন। খবর পেয়েই ছুটে যান পুলিশ, দমকল আধিকারিকরা। সূত্রের খবর, ইতিমধ্যেই আহত অবস্থায় এক শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে হাসপাতালে।

Advertisement

জানা গিয়েছে, বউবাজারের শ্রীনাথ দাস লেনের ওই বাড়িটি বহু পুরনো। স্বাভাবিকভাবেই সময়ের নিয়মে ভগ্নপ্রায় দশা হয়েছিল। বেশ কয়েকদিন ধরে সেখানে চলছিল মেরামতির কাজ। রবিবার সকালে সেখানেই ঘটে দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিচের তলার একটি অংশ। আটকে পড়েন কয়েকজন। এদিকে বিকট শব্দ পেয়ে ছুটে যান প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। আধিকারিকরা গিয়ে শুরু করে উদ্ধার করে তাঁদের। সূত্রের খবর, আশুতোষ অধিকারী নামে দক্ষিণ ২৪ পরগনার এক শ্রমিক জখম হয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

সূত্রের খবর, পুলিশ, দমকলের পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা দল, পুরসভার উদ্ধারকারী দল, ট্রাফিক পুলিশ, সিইএসসির কর্মীরা। বহু পুরনো ওই বাড়িটিকে পুরসভার তরফে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে কথা বলা হবে বাড়িটির মালিকদের সঙ্গে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ