Advertisement
Advertisement
NRS

ডিজে বাজিয়ে এনআরএসে উদ্দাম নাচ! কাঠগড়ায় বামঘেঁষা চিকিৎসকরা

বামঘেঁষা চিকিৎসকদের এহেন 'দ্বিচারিতা'য় সরব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন।

A faction of left minded doctors in NRS celebrted Saturday night sparks controversy
Published by: Sucheta Sengupta
  • Posted:July 24, 2025 2:02 pm
  • Updated:July 24, 2025 2:04 pm   

স্টাফ রিপোর্টার: আশার আলোয় অন্ধকার! আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় যাঁরা প্রতিবাদী সেজেছিলেন, সেই বিপ্লবী বামঘেঁষা চিকিৎসকরাই সরকারি মেডিক্যাল কলেজে তুমুল উন্মাদনায় ‘স্যাটারডে নাইট’ উদযাপন করলেন। হাতে সিগারেট, অ্যালকোহলের গ্লাস নিয়ে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে পরিবেশের বারোটা বাজিয়ে চটুল নৃত্যে পা মেলালেন তাঁরা! এই ঘটনা সামনে আসতেই প্রতিবাদ জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পাশে রয়েছে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন।

Advertisement

১৯ জুলাই নীলরতন সরকার মেডিক্যাল কলেজের বয়েজ হস্টেলে, সেদিন ‘স্যাটারডে নাইট’ উদযাপন করেন বামঘেঁষা জুনিয়র ডাক্তাররা। সেই রাতের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। কিন্তু জুনিয়র ডক্টর ফ্রন্ট একদিকে তথাকথিত প্রতিবাদ করে অন্যদিকে নিজেরাই যেভাবে মেডিক্যাল কলেজে নেশা করে ‘স্যাটারডে নাইটে’ হুল্লোড় করলেন বামঘেঁষা চিকিৎসকরা, সেই দ্বিচারিতাকে ধিক্কার জানিয়েছে অ্যাসোসিয়েশন। চোখ কপালে ওঠার মতো এই ঘটনা গত ১৯ জুলাই নীলরতন সরকার মেডিক্যাল কলেজের বয়েজ হস্টেলে, সেদিন ‘স্যাটারডে নাইট’ উদযাপন করেন বামঘেঁষা জুনিয়র ডাক্তাররা। সামনে এসেছে সেই রাতের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ১৯ জুলাই রাতে হাসপাতালের মধ্যেই উদ্দাম নৃত্য করছেন একদল ‘বিপ্লবী চিকিৎসক।’ ভিডিওতে যাঁদের মুখ দেখা গিয়েছে, তাঁরাই ছিলেন গত বছর রাত দখলের অন্যতম মুখ। এঁরাই লালবাজার অভিযান করেছিলেন, পুজো বয়কট করে ‘দ্রোহে’র ডাক দিয়েছিলেন।

হাসপাতালের ১০০ মিটারের মধ্যে গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ। অথচ হাসপাতালের মধ্যে বয়েজ হস্টেলের ব্যাডমিন্টন কোর্টে চড়া সুরে গান বাজিয়ে চলল ডিজে পার্টি! উল্লেখ্য, যেখানে পার্টি হয়েছে সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে অধ্যক্ষের কার্যালয়। প্রশ্ন উঠছে, এই ঘটনায় তিনি কিছু বললেন না কেন? ‘সংবাদ প্রতিদিন’কে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার ইন্দিরা দে জানিয়েছেন, “এই ঘটনা সমর্থনযোগ্য নয়। ব্যবস্থা নেওয়া হবে।” সম্প্রতি কসবা ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনার পর প্রশ্ন উঠেছে শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে। জানা গিয়েছে, এই পার্টিতে উপস্থিত অনেকেই সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিলও করেছিলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ