Advertisement
Advertisement
Jorabagan

মেঝেয় চাপ চাপ রক্ত! কালীপুজোর সকালে জোড়াবাগানে প্রৌঢ় ‘খুন’, ঘনীভূত রহস্য

কেন এই খুন? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

A man allegedly killed in Jorabagan
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 31, 2024 2:18 pm
  • Updated:October 31, 2024 2:18 pm   

অর্ণব আইচ: কালীপুজোর সকালে খাস কলকাতার জোড়াবাগানে ভয়ংকর কাণ্ড। ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ের রক্তাক্ত দেহ। মেঝেয় মিলেছে চাপ চাপ রক্ত। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কেন এই খুন? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর বয়স ৫২ বছর। জোড়াবাগানের সেন লেনের বাসিন্দা তিনি। পেশায় এলআইসি এজেন্ট ছিলেন। পাঁচতলা বাড়ির একাংশে একাই থাকতেন তিনি। নিচে দিদি থাকতেন। প্রতিদিন দিদির বাড়ি থেকে চা যেত অভিজিৎবাবুর কাছে। এদিনও তার অন্যথা হয়নি। বৃহস্পতিবার সকালে দিদির ঘর থেকে অভিজিৎবাবুর জন্য চা পাঠানো হয়। দরজা ধাক্কা দিলেও তাঁর কোনও সাড়া পাওয়া যায়নি। এর পর পিছনের দরজা দিয়ে ঢুকতেই দেখা যায়, মেঝেয় পড়ে রয়েছেন অভিজিৎবাবু। ঘরের মেঝেয় চাপ চাপ রক্ত। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিানো হয়েছে। কেন এই ঘটনা? নেপথ্যে কে বা কারা? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জানা গিয়েছে, বাড়ির দরজা বন্ধ ছিল, তবে আততায়ী ঘরে ঢুকল কী করে? তবে কি পরিচিত কেউই এর নেপথ্যে? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ