Advertisement
Advertisement
Dengue

উৎসবের মরশুমে শহরে ডেঙ্গুর থাবা! প্রাণ গেল সল্টলেকের নাবালিকার

মৃতার ঠাকুমাও ডেঙ্গু আক্রান্ত বলে খবর।

A minor girl of salt lake dies of Dengue
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 5, 2025 8:40 pm
  • Updated:October 5, 2025 8:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: সল্টলেকে ডেঙ্গুর বলি নাবালিকা। প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর। বিধাননগর পুরসভার সল্টলেকের ৩৩ নম্বর ওয়ার্ডের ইএসআই হাউসিং কমপ্লেক্সের বাসিন্দা ছিল সে। মৃত ছাত্রীর নাম রূপসী জানা (১৫)। নাবালিকা মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকের দেওয়া ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু সংক্রমণের উল্লেখ করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, গত ২৫ সেপ্টেম্বর হঠাৎ জ্বর হয় রূপসীর। প্রথম ধাপে রক্তের নমুনা পরীক্ষায় কোনও সংক্রমণ ধরা পড়েনি। তবে জ্বরও কমেনি। সপ্তমীতে নাবালিকার অবস্থার অবনতি হয়। পরিবার লোকজন মেয়ের আবার রক্ত পরীক্ষা করায়। সেই রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে। ২ অক্টোবর অর্থাৎ দশমীর দিন নাবালিকাকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি করে পরিবার। সেখানে চিকিৎসা চলাকালীন ক্রমশ ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রবিবার মৃত্যু হয় কিশোরীর।

জানা গিয়েছে, মৃত নাবালিকার ঠাকুমাও ডেঙ্গু আক্রান্ত। তবে, এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সল্টলেকে একই পরিবারের দুই সদস্য ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই, আবাসনজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরসভা সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিধাননগরে ডেঙ্গু সংক্রমিতের সংখ্যা ২২৮। পুর কর্তাদের দাবি, ডেঙ্গু প্রতিরোধে প্রায় সারা বছরই ওয়ার্ড সাফাইয়ের কাজ চলে। তবে আমজনতাকে সতর্ক হওয়ার কথাও বলেছেন তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ