Advertisement
Advertisement

Breaking News

Kolkata

অসমে যাওয়ার পথে উধাও ২১ লাখ টাকার তেলভর্তি ট্যাঙ্কার! পুলিশের দ্বারস্থ পোস্তার ব্যবসায়ী

ঠিক কী অভিযোগ ব্যবসায়ীর?

A oil tanker missing from raipur, Complain lodged in Kolkata

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 14, 2025 2:19 pm
  • Updated:May 14, 2025 2:19 pm  

অর্ণব আইচ: ট‌্যাঙ্কারভর্তি তেল রায়পুর থেকে অসমে পাঠাতে গিয়ে প্রতারিত কলকাতার ব‌্যবসায়ী। উধাও প্রায় ২১ লাখ টাকার তেল ভর্তি ট‌্যাঙ্কার। এই ঘটনায় ট‌্যাঙ্কারের চালক, আসল মালিক ও একটি পরিবহন সংস্থার বিরুদ্ধে মধ‌্য কলকাতার পোস্তা থানায় অভিযোগ দায়ের করলেন পোস্তার ব‌্যবসায়ী।

Advertisement

পুলিশ জানিয়েছে, পোস্তার কটন স্ট্রিটের ব‌্যবসায়ীর অভিযোগ, তিনি অসমের আজারায় তেল সরবরাহ করার বরাত পান। এই ব‌্যাপারে তিনি উত্তরপ্রদেশের জি বি নগরের এক তেল সরবরাহকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। ওই সংস্থাটির মাধ‌্যমে পোস্তার ব‌্যবসায়ীর সঙ্গে যোগাযোগ হয় মুম্বইয়ের এক ব‌্যবসায়ীর। ওই ব‌্যবসায়ী তাঁকে জানান, তাঁদের একটি তেলের ট‌্যাঙ্কার ছত্তিশগড়ের রায়পুরে যাবে। রায়পুরে গাড়িতে তেল ভর্তি করা হবে। সেখান থেকে গাড়ি উত্তরবঙ্গ হয়ে পৌঁছে যাবে অসমে আজারায় নির্দিষ্ট জায়গায়। তার জন‌্য আগাম ২১ লাখ ৩১ হাজার টাকা পোস্তার ব‌্যবসায়ী খরচও করেন। তাঁকে ওয়েবিল-সহ অন‌্যান‌্য নথির কপি দেওয়া হয়। ওই তেলের ট‌্যাঙ্কারের চালক মহম্মদ শরিফের সঙ্গে কলকাতার ওই ব‌্যবসায়ীর ফোনে যোগাযোগ হয়।

গত ২১ মার্চ শরিফ পোস্তার ব‌্যবসায়ীকে জানান, রায়পুরে ট‌্যাঙ্কারে ৩৪ হাজার কিলো তেল ভর্তি করা হয়েছে। এবার রায়পুর থেকে ট‌্যাঙ্কার রওনা দিচ্ছে অসমের দিকে। পোস্তার ব‌্যবসায়ীর দাবি, দশ দিনের মধ্যে গন্তব্যে পৌঁছনোর কথা ছিল ট‌্যাঙ্কারের। এর মধ্যে ব‌্যবসায়ীর সঙ্গে চালক শরিফের বেশ কয়েকবার কথা হয়। কিন্তু দশদিন পেরিয়ে যাওয়ার পরও অসমের আজারায় পৌঁছয়নি ওই ট‌্যাঙ্কার। কিন্তু তার পর থেকে চালক শরিফকে আর তিনি ফোনে পাননি। এবার ব‌্যবসায়ী ট‌্যাঙ্কারের মালিক ও পরিবহন সংস্থার সঙ্গে যোগাযোগ করেও কোনও সদুত্তর পাননি। ব‌্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, তিনি নিজেই রায়পুর থেকে অসমে যে রাস্তাগুলি দিয়ে ট‌্যাঙ্কারটি গিয়েছে, সেগুলির টোল প্লাজার সঙ্গে যোগাযোগ করেন।

জানতে পারেন যে, আজারা থেকে ১৭৭ কিলোমিটার দূরে অসমের গালিয়া টোল গ্লাজায় শেষ ট‌্যাঙ্কারটি দেখা গিয়েছিল। কিন্তু এর পর থেকে আর সেটির সন্ধান মেলেনি। পোস্তা থানায় ওই ব‌্যবসায়ীর অভিযোগ, চালক ট‌্যাঙ্কার নিয়ে পালিয়েছেন। তিনি চোরাপথে বিক্রি করে দিয়েছেন ট‌্যাঙ্কারের তেল। এমনকী, তাতে ওই ট‌্যাঙ্কারের মালিক ও পরিবহন সংস্থার কর্তার মদত রয়েছে বলে অভিযোগ ব‌্যবসায়ীর। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement