Advertisement
Advertisement

Breaking News

Metro

পরিষেবা শুরু হতে না হতেই মেট্রোর সামনে ঝাঁপ, ফের আংশিক বন্ধ চলাচল

ফের চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।

A passenger jumps in front of metro near Belgachia station
Published by: Sayani Sen
  • Posted:June 30, 2025 11:50 am
  • Updated:June 30, 2025 12:04 pm  

নব্যেন্দু হাজরা: ঘণ্টাদুয়েক পর পরিষেবা চালু হতে না হতেই ফের বিপত্তি। বেলগাছিয়া স্টেশনে ডাউন লাইনে এবার মেট্রোর সামনে ঝাঁপ। তার ফলে আংশিক বন্ধ মেট্রো চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাতায়াতকারীরা।

কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, সোমবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ভিড়ের মাঝে থাকা একজন ঝাঁপ দেন। তিনি পুরুষ নাকি মহিলা তা এখনও জানা যায়নি। মেট্রো কর্তৃপক্ষের তরফে তাঁকে লাইন থেকে উদ্ধারের চেষ্টা চলছে। লাইন ফাঁকা না হওয়া পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়া সম্ভব নয়। আপাতত গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল চালু রয়েছে। বাকি বন্ধ। তার ফলে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে দ্বিতীয় দফায় চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।

এদিকে, সোমবার সকালে চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের উপর জল জমে যায়। যার ফলে সকাল ৯টা নাগাদ ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে ভিন্ন পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন তাঁরা। যত তাড়াতাড়ি সম্ভব জল সরিয়ে ফের মেট্রো চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রায় ঘণ্টাদুয়েক পর বেলা এগারোটা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। গন্তব্যে পৌঁছতে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। তবে মেট্রো পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে না হতেই দ্বিতীয় দফায় ভোগান্তি। যার ফলে ফের সমস্যায় আমজনতা। এর আগে গত শনিবার বিকেলে যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে নিকাশি নালায় আচমকা জল ভর্তি হয়ে যায়। সেদিনও প্রায় ঘণ্টাদেড়েক বন্ধ ছিল পরিষেবা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement