Advertisement
Advertisement

OBC সংরক্ষণ নিয়ে রাজ্যের সমীক্ষাকে চ্যালেঞ্জ, ফের মামলা দায়ের হাই কোর্টে

বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়।

A PIL files in Calcutta HC against West Bengal government's OBC list
Published by: Sayani Sen
  • Posted:June 11, 2025 10:26 pm
  • Updated:June 11, 2025 10:26 pm   

গোবিন্দ রায়: অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সংরক্ষণ নিয়ে সমীক্ষা শুরু করেছে রাজ্য। রাজ্যের এই সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement

জানা গিয়েছে, কমিশনের সুপারিশ অনুযায়ী, ৮ মে একটি নতুন নোটিফিকেশন ইস্যু করে রাজ্য সরকার। ২৭ মে ৫১টি এবং ৩ জুন আরও ২৫টি শ্রেণিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সঙ্গে, সাব-ক্যাটাগরাইজেশন প্রক্রিয়া শুরু হয়-ওবিসি-এ বিভাগে ৩৫টি এবং ওবিসি-বি বিভাগে ৪১টি শ্রেণি রাখা হয়। ২৭ মে বাতিল না হওয়া ৬৬টি শ্রেণির মধ্যে ৬৪টি শ্রেণিকে আলাদা সাব ক্যাটাগরি হিসাবে ভাগ করা হয়। সেই অনুযায়ী ওবিসি-এ ১৪টি এবং ওবিসি-বি ৫০টি। শেষে ৩ জুন, রাজ্যে ওবিসি সংরক্ষণের হার ফের বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়। এর মধ্যে ওবিসি-এ ৭ শতাংশ এবং ওবিসি-বি ১০ শতাংশ সংরক্ষণ রয়েছে। বর্তমানে মোট ১৪০টি শ্রেণি ওবিসি তালিকায় রয়েছে-ওবিসি-এ ৪৯টি এবং ওবিসি-বি ৯১টি। এবং আরও ৫০টি শ্রেণির উপর সমীক্ষা চলছে বলে জানা গিয়েছে।

মামলায় প্রশ্ন তোলা হয়েছে, এত অল্প সময়ের কীভাবে সমীক্ষা সম্ভব, আদৌ নিয়ম মেনে সমীক্ষা হয়েছে কিনা সেই প্রশ্নও তোলা হয়েছে। এছাড়াও, মোট জনসংখ্যার প্রেক্ষিতে কি এই সমীক্ষা হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। সম্প্রতি এক মামলায় ২০১০ সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল হাই কোর্ট। সুপ্রিম কোর্টও হাই কোর্টের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি। পরে পুনরায় ওবিসি সংরক্ষণে সমীক্ষা শুরু করে রাজ্য যা নিয়ে মামলা দায়ের হয় হাই কোর্টে। পরে ফের বিজ্ঞপ্তি জারি করে সমীক্ষা শুরু করেছে রাজ্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ