অর্ণব আইচ: দুশ্চরিত্র স্বামীকে গ্রেপ্তার করতে হবে। তাঁকে থানায় তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারতে হবে! এমন শিক্ষা দিতে হবে, যাতে পতিদেব আর অন্য নারীর প্রতি আকৃষ্ট না হয়! এমন আর্জি নিয়ে তিলজলা থানায় মহিলা! তা নিয়েই রীতিমতো ধুন্ধুমার কাণ্ড।
শুধু মুখের কথায় যে কাউকে গ্রেপ্তার করা যায় না, কাউকে থানায় নিয়ে এসে পেটানোও যায় না, মহিলাকে তা বোঝাতে গিয়েই বিপত্তি। থানার মধ্যে প্রথমে চিৎকার, গালিগালাজ। তারপর এক মহিলা পুলিশ আধিকারিকের উপর চড়াও হলেন ওই বধূ। নিজের ইচ্ছামতো থানায় তাণ্ডব চালালেন। ওই মহিলাকে বাগে আনতেই হিমশিম অবস্থা পুলিশের। সম্প্রতি পূর্ব কলকাতার তিলজলা থানায় ঘটেছে এই ঘটনাটি। এই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে তিলজলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে থেকে একাধিকবার ওই মহিলা তিলজলা থানায় যান। নিজেকে ‘সুমি’ বলে পরিচয় দেন। থানার অফিসারদের কাছে গিয়ে জানান, তাঁর স্বামী খুব দুশ্চরিত্র। যখন তখন তাঁকে ছেড়ে অন্য মহিলাদের কাছে যান। মহিলার স্পষ্ট দাবি, তাঁর স্বামীকে গ্রেপ্তার করতে হবে। শুধু গ্রেপ্তার করলেই হবে না, থানায় নিয়ে গিয়ে স্বামীকে এমন বেধড়ক মারতে হবে, যাতে স্বামী আর অন্য মহিলার কাছাকাছি না যেতে পারেন। পুলিশের তরফে তাঁকে আইন মেনে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়। কিন্তু আইনি পথে যেতে নারাজ মহিলা। তাঁকে আইনি পথ বোঝানো শুরু করতেই তিনি উত্তেজিত হয়ে যান। বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠান পুলিশ আধিকারিকরা।
শনিবার সন্ধ্যায় ফের তিনি হাজির হন থানায়। ফের পুলিশ আধিকারিকদের কাছে দাবি করতে থাকেন যে, তাঁর স্বামীকে ধরে নিয়ে আসতে হবে। স্বামী তাঁকে এড়িয়ে চলছেন। তাই স্বামীকে থানায় নিয়ে এসে পেটাতে হবে। ফের পুলিশ তাঁকে অভিযোগ দায়ের করতে বলে। সেই পথে না গিয়ে থানায় চিৎকার, চেঁচামেচি করতে শুরু করেন মহিলা। কেন পুলিশ স্বামীকে থানায় নিয়ে এসে মারধর করছে না, সেই প্রশ্ন তুলে মহিলা থানার আধিকারিকদের গালিগালাজ করতে শুরু করেন। তিলজলা থানার এক মহিলা আধিকারিক তাঁকে এই আচরণ করতে বারণ করেন। আর তাতেই তিনি মহিলা আধিকারিকের উপর চড়াও হন। তাঁকে মারধরও করেন বলে অভিযোগ। তাঁকে আটকাতে গেলে থানায় তাণ্ডব চালান, অভিযোগ এমনই। ওই মহিলা আধিকারিক ওই মহিলার বিরুদ্ধে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ওই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের হয়। থানার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.