Advertisement
Advertisement
Gariahat

গড়িয়াহাটের ভাড়াবাড়িতে ওড়িশার পুলিশকর্মীর রহস্যমৃত্যু! আত্মহত্যা নাকি অন্য কিছু?

মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য।

A police officer of Orisha died in Gariahat

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 18, 2025 11:51 am
  • Updated:June 18, 2025 11:51 am   

অর্ণব আইচ: গড়িয়াহাটে ভিনরাজ্যের পুলিশকর্মীর রহস্যমৃত্যু। ভাড়াবাড়ি থেকে মিলল ঝুলন্ত দেহ। নজরে পড়তেই সহকর্মীরা খবর দেন থানায়। মঙ্গলবার রাতেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ কর্মী? নাকি নেপথ্যে লুকিয়ে অন্য রহস্য, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃত পুলিশকর্মীর নাম সুব্রত কুমার সাহু। ওড়িশার কেওনঝারের বাসিন্দা তিনি। ওড়িশা পুলিশে কর্মরত ছিলেন সুব্রত। সম্প্রতি ট্রেনিংয়ের জন্য কলকাতা আসেন তিনি। সঙ্গে সহকর্মীরাও ছিলেন। গড়িয়াহাট থানার হিন্দুস্থান পার্কের একটি বাড়িতে সহকর্মীদের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার দীর্ঘক্ষণ একা ছিলেন সুব্রত। তাতে সন্দেহ হয় সহকর্মীদের। এরপর ঘরে খুঁজতেই মেলে সুব্রতর ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গড়িয়াহাট থানায়। 

রাতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী রিপোর্ট এখনও মেলেনি। প্রাথমিকভাবে অনুমান, আত্মঘাতী হয়েছেন সুব্রত। কিন্তু কেন? তা নিয়ে রয়েছে হাজারও প্রশ্ন। যার উত্তর পেতে মৃতের পরিবার ও পরিজনদের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। তবে আদৌ আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী নাকি নেপথ্যে অন্যকোনও রহস্য, ময়নাতদন্তের রিপোর্টে তা স্পষ্ট হবে বলেই জানিয়েছন তদন্তকারীরা।      

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ