ফাইল ছবি
সুদীপ রায়চৌধুরী: দুর্গাপুজো মিটলেও বাংলায় উৎসবের মরশুম পর্ব চলছে। তার মধ্যেই ভোট প্রস্তুতিতে নেমে পড়ল জাতীয় নির্বাচন কমিশন। আগামী বুধবার, ৮ অক্টোবর রাজ্যে নির্বাচনী প্রস্তুতি দেখতে আসছেন উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, ডিজি-তথ্য প্রযুক্তি সীমা খান্না-সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা। এই সফরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলাশাসক ও অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। যাবেন উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এছাড়া বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও বৈঠক করার কথা প্রতিনিধি দলের।
কমিশন সূত্রে খবর, কলকাতায় পা রেখেই বুধবার সকাল দশটা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপ নির্বাচন কমিশনার-সহ কমিশন কর্তারা বৈঠক করবেন জেলাশাসকদের সঙ্গে। এসডিও, ইআরও-র মতো নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদেরও বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে ওইদিনই নিউটাউনের জেলা পরিষদ প্রেক্ষাগৃহে রাজারহাট-গোপালপুর এবং রাজারহাট-নিউটাউনের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী ও অন্যান্য কর্তারা। তারপর বারাসত বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা। পরদিন, ৯ অক্টোবর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধিরা। চারটি বৈঠকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল থাকবেন।
বুধবারের জেলা প্রশাসনের সঙ্গে ভারচুয়াল বৈঠকে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকা যাচাই করে দেখা বা ম্যাপিং, বুথ লেভেল অফিসার বা বিএলও-দের নিযুক্তি এবং প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ভোটার তালিকার বিশেষ সংশোধনী অথবা এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা। প্রতিনিধি দল ফিরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই বাংলায় এসআইআর শুরুর দিনক্ষণ ঘোষণা করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.