Advertisement
Advertisement
Kolkata Airport

কলকাতা বিমানবন্দর থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর

কেন আগ্নেয়াস্ত্র নিয়ে মুম্বই সফরের প্ল্যান?

A tmc councillor arrested from Kolkata Airport

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 21, 2025 5:29 pm
  • Updated:September 21, 2025 8:37 pm   

বিধান নস্কর, দমদম: কলকাতা বিমানবন্দর থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। ধৃতের নাম আমিরুল ইসলাম। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। কেন আগ্নেয়াস্ত্র নিয়ে মুম্বই সফরের প্ল্যান? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ধৃত তৃণমূল কাউন্সিলরের নাম আমিরুল ইসলাম। তিনি পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, রবিবার দুপুর দুটো বেজে ১৫ মিনিট নাগাদ আমিরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছন। তাঁর মুম্বই যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় ঘটে বিপত্তি। কাউন্সিলরের সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় ৬ রাউন্ড কার্তুজ এবং একটি বন্দুক।

সূত্রের খবর, এই কার্তুজ এবং বন্দুকের বৈধ নথি দেখাতে পারেননি কাউন্সিলর। এরপরই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীরা ওই কাউন্সিলরকে আটক করে। এরপর তাঁকে সংশ্লিষ্ট থানার হাতে তুলে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয়েছে কাউন্সিলরকে। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই কাউন্সিলর কেন আগ্নেয়াস্ত্র নিয়ে মুম্বই যাওয়ার চেষ্টা করছিলেন, নেপথ্যে লুকিয়ে থাকা কারণের সন্ধান করা হচ্ছে। বড়সড় ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দিতে পারছে না তদন্তকারীরা। তবে এবিষয়ে এখনও ধৃত কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ