ছবি : সংগৃহীত
অর্ণব আইচ: এবার পুলিশের জালে বাংলাদেশের মডেল তথা অভিনেত্রী শান্তা পাল ঘনিষ্ঠ যুবক। ধৃতের নাম সৌমিক দত্ত। সূত্রের খবর, ভুয়ো নথি তৈরিতে এই যুবকই সহযোগিতা করেছিল ওই অভিনেত্রীকে। নৈহাটি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কলকাতায় এসে ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরি করে ভারতে থাকতে শুরু করেছিলেন শান্তা পাল। পরবর্তীতে লালবাজারের গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হন তিনি। এরপর জানা যায় ওই যুবতী একসময় বাংলাদেশের বিমান সংস্থায় চাকরি করলেও তিনি বাংলাদেশের নামী মডেল ছিলেন। বাংলাদেশের একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় জিতেছিলেন শান্তা। ২০১৬ সালে বাংলাদেশের হয়ে ইন্দো বাংলা বিউটি প্রেজেন্টে যোগ দেন। ২০১৯ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে মিস এশিয়া গ্লোবাল হন। শুরু করেছিলেন অভিনয়ও। সেই সময়ই যোগ দেন বাংলাদেশের বিমান সংস্থায়।
যদিও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’ প্রতিযোগিতায় নেমে ঢাকায় অনিয়মের অভিযোগ তুলে বিতর্ক সৃষ্টি করেছিলেন শান্তা। ওই সময় থেকে বিমান সংস্থার চাকরিও করতেন না। এমনকী, গত দু’বছরে তামিল ছবি ও টলিউডের বাংলা ছবিতে শান্তা অভিনয় করেছিলেন। সই করেছিলেন ওড়িয়া ছবিতেও। এরপর কয়েকটি সিরিয়ালেও অভিনয়ের চেষ্টা করছিলেন শান্তা। গত মাসে কলকাতা থেকে শান্তা পালকে গ্রেপ্তার করে পুলিশ। এবার জালে আরেক যুবক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.