Advertisement
Advertisement
Abhishek Banerjee

গোয়ার মন্দিরে পদপিষ্টে ৭ পুণ্যার্থীর মৃত্যুর দায় কার? ‘ডবল ইঞ্জিন’কে দুষে তোপ অভিষেকের

গোয়ার লাইরাই দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।

Abhishek Banerjee condemns Goa Stampede case
Published by: Paramita Paul
  • Posted:May 3, 2025 5:39 pm
  • Updated:May 3, 2025 5:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার মন্দিরে পুণ্যার্থীদের পদপিষ্ট হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গোয়ার বিজেপি সরকারের ‘অপদার্থতা’ নিয়ে প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন তিনি। অভিষেকের কথায়, ডবল ইঞ্জিন সরকারের অধীনে থাকা হাথরাস থেকে গোয়া, সর্বত্রই একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। যা ডবল ইঞ্জিন সরকারের অপদার্থতার প্রমাণ।

Advertisement

এক্স হ্যান্ডেসে অভিষেক লেখেন, ‘গোয়ার শ্রীদেবী লাইরাই মন্দিরের মর্মান্তিক ঘটনায় আমি যন্ত্রণাক্লিষ্ট। প্রিয়জনহারা পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য় কামনা করছি।’ তাঁর আরও সংযোজন, ‘ডবল ইঞ্জিন সরকারশাসিত রাজ্যে হাথরাথ থেকে গোয়ার মতো একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। যা আদপে প্রশাসনিক ব্যর্থতার পরিচয়।’ তৃণমূল সাংসদ দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। সঙ্গে লেখেন, ‘লাগাতার সরকারের গাফিলতির জন্য জনতার প্রাণহানি মেনে নেওয়া যায় না।’

 

শোকপ্রকাশ করেছে তৃণমূলও। তাদের দাবি, কাদের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল, যথোপযুক্ত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

 

গোয়ার লাইরাই দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত তিরিশেরও বেশি। শুক্রবার অনেক রাতে শিরগাঁওয়ে মন্দিরের বার্ষিক শোভাযাত্রা ‘শ্রী লাইরাই যাত্রা’য় অংশ নেন হাজার হাজার মানুষ। তখনই ঘটে যায় অঘটন। আহতদের গোয়া মেডিক্যাল কলেজ ও উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ