Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘দিদি ভরসা করেছেন’, লোকসভার দায়িত্ব পেয়ে আর কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

দীর্ঘদিন ধরে অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই আপাতত লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্বে অভিষেক।

Abhishek Banerjee given thanks to Mamata Banerjee after getting new responsibility
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 5, 2025 9:23 am
  • Updated:August 5, 2025 9:23 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমের দুপুরে সাংসদদের সঙ্গে বৈঠকে বড় সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্ব দিয়েছেন তিনি। এরপরই সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে দলনেত্রীকে কৃতজ্ঞতা জানালেন তৃণমূল সেনাপতি।

Advertisement

দীর্ঘদিন ধরেই অসুস্থ লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফলে অধিবেশনে উপস্থিত থাকতে পারছেন না তিনি। সূত্রের খবর, এই পরিস্থিতিতে সোমবার দুপুরের বৈঠকে লোকসভায় দলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, রাজ্যসভার কাজ ঠিক হলেও লোকসভায় হচ্ছে না। এরপরই আপাতত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দলনেতার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। 

লোকসভার দলনেতার দায়িত্ব পাওয়ার পর সোমবার গভীর রাতে সোশাল মিডিয়ায় দলনেত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে দীর্ঘ পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লেখেন, “দিদি আমার উপর ভরসা করেছেন, আমি সম্মানিত।” তিনি আরও লেখেন, ‘আমাদের লক্ষ্য একটাই, কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করে ভারতীয় সংবিধানের মূল আদর্শ অর্থাৎ ন্যায়, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ববোধ রক্ষা করা।’

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ