ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ১০০ দিনের কাজের বকেয়া টাকা ‘উদ্ধারে’ নয়া দাওয়াই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে বকেয়া চাওয়ার পরামর্শ দিলেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরামর্শে ধরনা মঞ্চ থেকেই সুকান্তর মোবাইল নম্বর বিলি করলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজভবনের পাশে তৃণমূলের ধরনার তৃতীয় দিন শনিবার। এদিন কলকাতায় এসেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। কলকাতার যে কোনও জায়গায় দেখা করতে তিনি, জানিয়েছিলেন মন্ত্রী। এমনকী, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে তৃণমূল প্রতিনিধি দলকে বিজেপি কার্যালয়ে যাওয়ার পরামর্শ দেন বিজেপি নেতৃত্ব। পালটা অভিষেকের দাবি, “নীরঞ্জন জ্যোতিকে অনুরোধ করব রাজভবনে বৈঠক করুন। আমাদের আপত্তি নেই। আপনাকে ৯৬ ঘন্টার মধ্যে মাথানত করতে হয়েছে। আজ জ্যোতি এসেছে। কাল গিরিরাজ আসবে। পরশু মোদী আসবে। তারপর বাংলার টাকা আসবে।”
এর পরই সুকান্ত মজুমদারের একটি বক্তৃতায় কল রেকর্ড শোনান অভিষেক। যেখানে বিজেপির রাজ্য় সভাপতি দাবি করেছিলেন. ২ হাজার কোটি টাকা প্রস্তুত আছে। তিনি একটা ফোন করলেই ১০০ দিনের প্রকল্পের টাকা চলে আসবে। সেই সূত্র ধরেই অভিষেকের পরামর্শ, “রাজীব বন্দ্যোপাধ্যায় তো বিজেপিতে গেছিলেন। ওঁর কাছে সুকান্তের নম্বর রয়েছে। আমি রাজীবকে বলব। এই নম্বর সবাইকে জানান। ফোন করে বলুন আপনার অনেক ক্ষমতা রয়েছে। ২০ লক্ষ মানুষকে বলব. সুকান্তকে ফোন করতে।” শেষে তাঁর সংযোজন, “এই ফোন রেকর্ড করুন। সেই রেকর্ড ফেসবুকে দিন।”
এরপর ১০০ দিনের কাজে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে টুইট করেন অভিষেক। তাঁর কথায়, মোদির আমলে মনরেগা প্রকল্পে নতুন নামকরণ হয়েছে। মনরেগার আদ্যাক্ষর অনুযায়ী- মোদি গভর্নমেন্ট নেগলেকটিং রুরাল এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট গ্রোথ অ্যাসপিরেন্ট।
New full form of MGNREGA in :
M- Modi
G- Government
N- Neglecting
R- Rural
E- Employment
G- Growth
A- Aspirations— Abhishek Banerjee (@abhishekaitc)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.