ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নাগরিক পরিষেবায় গাফিলতি কেন? সাধারণ মানুষের অসুবিধা কোনও মতে বরদাস্ত করা হবে না। হাওড়া সদর সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে সাফ বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৈঠক শেষে জানা গিয়েছে, হাওড়া ও বালি পুরসভা নিয়ে আলাদা করে বৈঠক করবেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকবেন অভিষেকও। তবে কবে সেই বৈঠক তা জানা যায়নি। অভিষেকের বৈঠকের পর হাওড়া পুরসভার প্রশাসক বদলের জল্পনা বেড়েছে।
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক জেলা অনুযায়ী, নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়া সদর ও গ্রামীণ সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, সেখানে হাওড়ার সদর সাংগঠনিক জেলার হাওড়া ও বালি পুরসভা এলাকার নেতৃত্বের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
২০১৮ সালের পর থেকে হাওড়া পুরসভায় কোনও বোর্ড নেই। কাজ চালাচ্ছে প্রশাসকমণ্ডলী। সেই কমিটির মাথায় রয়েছে সুজয় চক্রবর্তী। তাঁর অধীনে পুরসভার অফিসাররা কাজ সামলাচ্ছেন। কিন্তু সাধারণ মানুষকে পরিষেবা পেতে বেগ হচ্ছে বলে অভিযোগ। সেই সমস্যা দ্রুত মোটানোর কথা বলেছেন অভিষেক।
বালি পুরসভাতেও ২০১৫ সালের পর ভোট হয়নি। মাঝে বালি হাওড়া পুরসভার সঙ্গে মিলে যায়। ২০২১ সালে ফের আলাদা করা হয়। কিন্তু বিভিন্ন জটিলতায় ভোট হয়নি। বালির ক্ষেত্রেও একই কথা বলেছেন অভিষেক। বৈঠকে নিজের অসন্তোষ চেপে রাখেননি তিনি। নাগরিক পরিষেবায় জোর দিতে বলেছেন। হাওড়া সদর এলাকার নেতৃত্বের রদবদল হবে বলেও আভাস মিলেছে। এছাড়াও ব্লকস্তরে পরিবর্তন হতে পারে। পুরোটাই হবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আগামী দিনে কীভাবে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনো যায় তার জন্য একাধিক টিপসও দেন অভিষেক।
হাওড়া সদরের পাশাপাশি, হাওড়া গ্রামীণের জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠকে বসেছিলেন অভিষেক। গ্রামীণের নেতৃত্বেরদের ক্ষোভের মুখে পড়তে না হলেও নেতাদের জনসংযোগ বাড়নোর নির্দেশ দিয়েছেন অভিষেক। এই এলাকার বুথ স্তরে কিছু জায়গায় পিছিয়ে রয়েছে তৃণমূল। সূত্রের খবর, সেই ফাঁক পূরণের উপর জোর দিয়েছেন অভিষেক। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা মানুষের সামনে তুলে ধরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে মানুষের কাছে পৌঁছনোর নির্দেশও দিয়েছেন অভিষেক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.