Advertisement
Advertisement
Abhishek Banerjee

পুজোয় বাড়তি আনন্দ! ডায়মন্ড হারবারবাসীর জন্য উপহার পাঠালেন সাংসদ অভিষেক

সাংসদের তরফে কী উপহার পেলেন এলাকাবাসীরা?

Abhishek Banerjee sent durga puja gift for people of diamond harbour
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 25, 2025 8:31 pm
  • Updated:September 25, 2025 8:31 pm   

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ। ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রতিবারের মতো এবারও নিজের এলাকা অর্থাৎ ডায়মন্ড হারবারের দুস্থ ও প্রবীণ বাসিন্দাদের হাতে উপহার পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হল উপহার সামগ্রী।

Advertisement

ডায়মন্ড হারবারারের বাসিন্দাদের ‘ঘরের ছেলে’ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় তাঁদের পাশে থাকেন। পুজোতেও তার অন্যথা হয় না। প্রতিবারই দুস্থদের জন্য নানারকম উপহার পাঠান তিনি। এবছর নিজের লোকসভা এলাকার অন্তর্গত ৭ টি বিধানসভার পিছিয়ে পড়া বাসিন্দাদের জন্য ৭০ হাজারের বেশি শাড়ি, ধুতি লুঙ্গি পাঠালেন তিনি। সেই সঙ্গে রয়েছে সাংসদের শুভেচ্ছা বার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই উপহার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীর হাতে তুলে দেন তৃণমূলের নেতা-কর্মীরা।

এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতা বলেন, “প্রতিবছরই সাংসদ পাঠান। এবার তিনি বলেছিলেন বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে। তিনি কথা রেখেছেন।” দুর্গাপুজো মানেই বাঙালির কাছে আবেগ। সাংসদের তরফে পুজোর উপহার পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত এলাকার বাসিন্দারা।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ