সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তঃসত্ত্বা সোনালি বিবি-সহ ৬জন বাঙালি পরিযায়ী শ্রমিককে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই ইস্যুতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঙ্কার, ‘বর্জনের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। ২০২৬ সালের নির্বাচনে জনতা জবাব দেবে।’
শুক্রবার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আইনের হাত লম্বা আজ, তা প্রমাণিত। কলকাতা হাই কোর্ট দিল্লির সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছে। ‘বাঙালি অভিবাসী’ হিসেবে চিহ্নিত করে যাঁদের বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল, বীরভূমের সেই গর্ভবতী মহিলা-সহ ছয়জনকে অবিলম্বে দেশে ফেরত আনার দিয়েছে আদালত।’
সঙ্গে তৃণমূলের লোকসভার দলনেতার অভিষেকের আরও তোপ, হাই কোর্টের এই রায় বাঙালিদের উপর বাঙালি-বিরোধী জমিদাররা নিষ্ঠুর হয়রানির কথা তুলে ধরেছে। তিনি লেখেন, ‘বাংলার মানুষ, অপমান, বর্জনের রাজনীতি সহ্য করবে না। যাঁরা ভয় ও নিপীড়নের মাধ্যমে পাচার করছে ২০২৬ সালে ভোটে তাঁরা জনতার যোগ্য জবাব পাবে।’ তিনি আরও যোগ করেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। বাংলার মানুষের মর্যাদা, অধিকার এবং ভাষা রক্ষায় আমাদের সংকল্প অটল থাকবে।’
Today, the long arm of the law has finally caught up. The Hon’ble Calcutta High Court has held the FRRO (Delhi) detention and deportation order unlawful and directed the immediate repatriation of six people, including the pregnant woman from BIRBHUM, who were labelled…
— Abhishek Banerjee (@abhishekaitc)
উল্লেখ্য, ১৮ জুন বীরভূমের মুরারইয়ের পাইকর গ্রামের বাসিন্দা ওই পরিবারকে দিল্লির রোহিনী জেলা পুলিশের কেএন কাটজু থানা থেকে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল। পরিবারের সদস্যরা জানান, সেদিনই তাঁরা বাড়িতে ফোন করে খবর দেন যে পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছে। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন দিল্লি রওনা হন। কিন্তু থানায় পৌঁছেও তাঁদের সমস্যার কোনও সুরাহা হয়নি। পুলিশ জানায়, ধৃতদের বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে। কোন এলাকা দিয়ে তাঁদের সীমান্তে নিয়ে যাওয়া হয়, তাও জানানো হয়নি। এরপরই মামলা হয় আদালতে। কলকাতা হাই কোর্টে সেই মামলার শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের মধ্যে সোনালি বিবিকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.