Advertisement
Advertisement
Abhishek Banerjee

বেলাগাম হুমায়ুনের জিভে লাগাম! ‘আটলান্টিকে’র মতো বৈঠকে কড়া বার্তা অভিষেকের

পরিযায়ী শ্রমিকরা সমস্যা পড়লে দ্রুত পদক্ষেপের নির্দেশও দিয়েছেন অভিষেক।

Abhishek Banerjee slams MLA Humayun Kabir
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 11, 2025 8:11 pm
  • Updated:August 11, 2025 8:11 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বেফাঁস মন্তব্য করে বারবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ন কবীর। বারবার দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। সোমবার ক্য়ামাক স্ট্রিটের বৈঠকে হুমায়নকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ বুঝিয়ে দিলেন, এসব চলবে না। বিধায়ককে তাঁর কড়া বার্তা, “দলের নিয়ম মানতে হবে। প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করলে পদক্ষেপ করা হবে।”

Advertisement

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দল। একে একে সমস্ত জেলার সব স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের নেতাদের নিয়ে বৈঠকে বসেন তিনি। শোনেন সমস্যা, ছাব্বিশের আগে দলের রণকৌশল কী, তা বুঝিয়ে দেন। মুর্শিদাবাদের বৈঠকে স্বাভাবিকভাবেই বাড়তি নজর ছিল সবমহলের। কারণ, ভরতপুরের বিধায়ক হুমায়ন কবীর। জানা গিয়েছে, এদিনের বৈঠকে বিধায়কের অভিযোগ মন দিয়ে শোনেন তৃণমূল সভাপতি। তারপরই রীতিমতো কড়া বার্তা দেন।

এদিন অভিষেক ভরতপুরের বিধায়ককে সাফ জানিয়েছেন, কোনওরকম বেফাঁস মন্তব্য করা যাবে না। যা ক্ষোভ, অভাব, অভিযোগ রয়েছে তা দলের নিয়ম মেনে নির্দিষ্ট জায়গায় জানাতে হবে। নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অভিযোগ। তাঁর সাফ কথা, “দলের উপর কেউ নয়। ব্যক্তি নয়, দলই শেষ কথা।” এদিনের সভায় নেতাদের এলাকায় ঘুরে ‘আমাদের পাড়া, আমাদের সমাধানে’র কথা জানানোর নির্দেশ দেন। পুজোর আগে প্রতি বুথে ২টো করে মিটিং করার নির্দেশ দেন। এখানেই শেষ নয়। মুর্শিদাবাদের বহু বাসিন্দা ভিনরাজ্য ও ভিনদেশে কর্মরত। তাঁরা কোথাও কোনও সমস্যায় পড়লে দ্রুতই জনপ্রতিনিধিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন অভিষেক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement