সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় হবে না ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। একজনেরও নাম বাদ পড়লে লক্ষ বাঙালি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও। হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বিহারে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করেছে জাতীয় নির্বাচন কমিশন। পরবর্তীকালে বাংলাতেও এই বিশেষ প্রক্রিয়া চালানো হবে বলে জল্পনা। এই আবহে বাঙালি অস্মিতা ও এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক। দিল্লি থেকে কলকাতায় ফিরে সাংবাদিকের বলেন, “যাঁরা ‘হ্যাঁ স্যার’ বলে নির্বাচন কমিশনকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদের সতর্ক করছি। যদি ভোটার তালিকা থেকে কোনও বাঙালির নাম বাদ যায়, এক লক্ষ বাঙালি নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করব।”
আগে একশো দিনের কাজের বরাদ্দ আটকে রাখার অভিযোগ তুলে দিল্লি অভিযান করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সম্প্রতি, কলকাতা হাই কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল ১ আগস্ট থেকে টাকা দেওয়ার। কিন্তু সেই বরাদ্দ এখনও মেলেনি। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “আমরা একশো দিনের বরাদ্দ বন্ধ রাখা নিয়ে আন্দোলন করেছি। হাই কোর্ট ফান্ড রিলিজের নির্দেশ দিলেও কেন্দ্র তা দেয়নি। এটা আদালত অবমাননা।”
অভিষেক আরও জানিয়েছেন, এসআইআর প্রশ্নে এক বন্ধনীতে আসতে রাজি ইন্ডিয়া জোটের বাকি দলগুলি। আগামী ১১ আগস্ট সোমবার বিরোধী সাংসদরা দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাও কর্মসূচিতে যোগ দেবেন।
তৃণমূলের লোকসভার দলনেতার দায়িত্ব পাওয়ার পর অভিষেক স্পিকারের সঙ্গে দেখা করেছেন। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার ও বাঙালির অস্মিতার উপর আঘাতের বিষয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন তিনি। কিন্তু সেই দাবি মানা হয়নি বলেই খবর। যা নিয়ে আগামিদিনে সংসদ উত্তাল হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিন অভিষেক বলেন, “কেন্দ্রের কিছু লুকানোর আছে। কিন্তু আমরা চাই সংসদ চলুক। এখন সংসদ কীভাবে পরিচালিত হবে তা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব স্পিকারের।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.