সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ভাষা, বাংলা ভাষাভাষীদের উপর অযথা অত্যাচারের অভিযোগ। বিজেপি শাসিত রাজ্যগুলিতে লাগাতার বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, বাংলাদেশি সন্দেহে পুশব্যাকের চেষ্টা-সহ একাধিক গুরুতর অভিযোগের প্রতিবাদে এবার ‘অল আউট অ্যাটাক’ তৃণমূলের। রাজ্যজুড়ে ‘ভাষা আন্দোলন’ শুরুর পাশাপাশি জাতীয় স্তরে প্রতিবাদ ছড়িয়ে দিয়ে সংসদেও বাঙালির অস্মিতায় শান দিতে প্রস্তুত রাজ্যের শাসকদল। সোমবার সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লি উড়ে যাওয়ার আগে তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, অপারেশন সিঁদুর নিয়ে লোকসভার আলোচনায় তিনি বাংলায় বক্তব্য রাখবেন। একই বিষয়ে বাংলায় বলবেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষও, তাও জানালেন অভিষেক।
এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বাঙালি ‘হেনস্তা’, বিহারে এসআইআর-সহ একাধিক বিষয় নিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের নামে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। অভিষেকের আরও প্রশ্ন, ”সংশোধনের নামে আসল মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে শংসাপত্র দেওয়া হচ্ছে। এসব কী চলছে?” আসলে বিহারের পাটনায় এমনই এক ঘটনা ঘটেছে। সেখানে এসআইআরের পর এক ব্যক্তির নাম ‘ডগবাবু’ বলে শংসাপত্রে উল্লেখ করা হয়েছে। ছবিও রয়েছে একটি কুকুরের। এখানেই চরম আপত্তি বিরোধীদের। আসল কাজের চেয়ে কাজের নামে অকাজ বেশি হচ্ছে বলে অভিযোগ।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, বাংলায় প্রত্যেক নির্বাচনে বিজেপি গোহারা হারে। তাই বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে মরিয়া তারা। নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু হচ্ছে, এটা আসলে ষড়যন্ত্র। তৃণমূল সাংসদের এই বক্তব্য থেকেই স্পষ্ট, বাংলা ভাষার উপর ‘অত্যাচার’-সহ এই মুহূর্তের অন্যতম বিতর্কিত নানা ইস্যুগুলি নিয়ে সংসদের ভিতরে ও বাইরে কেন্দ্রে ক্ষমতাসীন দলকে চাপে ফেলতে একেবারে প্রস্তুত তৃণমূল। সোমবার সকালেই সংসদের বাইরে এসআইআরের বিরোধিতায় সবকটি বিরোধী দলকে এককাট্টা হয়ে প্রতিবাদে মুখর হয়ে দেখা যায়। তাতে শামিল হয়ে স্লোগান তুলেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ তথা রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.