Advertisement
Advertisement
Abhishek Banerjee

অভিষেকের লুক চেঞ্জ ছবি নিয়ে খোঁচা, পাল্টা ‘দলবদলু’ শুভেন্দুকে দল চেঞ্জের কটাক্ষ কুণালের

অভিষেকের স্মার্ট লুক যুবসমাজের গণ্ডি ছাপিয়ে সর্বস্তরে মুগ্ধতা ছড়িয়েছে।

Abhishek's look-changed picture gets trolled, Kunal Ghosh takes a dig at Suvendu
Published by: Suhrid Das
  • Posted:September 16, 2025 9:34 pm
  • Updated:September 16, 2025 9:53 pm   

স্টাফ রিপোর্টার: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাজ মাধ্যমে ঝড় তোলা নতুন লুক নিয়ে কটাক্ষ করে তৃণমূলের তোপের নিশানা হলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে শরীর চর্চার ফাঁকে একেবারে অন‌্য লুকের ছবি দেওয়া মাত্রই হু হু করে তা ভাইরাল হয়। অভিষেকের স্মার্ট লুক যুবসমাজের গণ্ডি ছাপিয়ে সর্বস্তরে মুগ্ধতা ছড়িয়েছে। কিন্তু বিরোধী দলনেতার সম্ভবত তা নাপসন্দ।

Advertisement

যদিও সরাসরি তিনি অভিষেকের নাম মুখে আনেননি, কিন্তু তাঁর মন্তব্যের নিশানা যে তৃণমূল সাংসদই তা গোপন থাকেনি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, ‘‘পশ্চিমবঙ্গে একটা প‌্যান্টকে তিনবার সেলাই করে পরেন এরকম বহু যুবক রয়েছেন। রাজে দু’কোটি ১৫লক্ষ বেকার। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি পরীক্ষা হয়।’’ আর এ নিয়েই শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করে তৃণমূলের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘ও (অভিষেক) তো ইয়ং স্টার। আপনি (শুভেন্দু) তো দল চেঞ্জ করেছেন। দল চেঞ্জ করা লোকের থেকে লুক চেঞ্জ করার কথা শুনবো না।’’

কুণাল আরও বলেন, ‘‘অভিষেক তরুণ তূর্কি নেতা, আমাদের সেনাপতি। তাঁর স্মার্ট লুকিং ছবি, সেটাও মেনে নিতে পারছে না বিজেপি। আর বিজেপি নেতাদের যখন সব ব‌্যায়াম করার অদ্ভুত ছবিগুলো আসে। অদ্ভুত ভঙ্গিমায় বিজেপি নেতাদের (দিলীপ ঘোষ নন) আসন করার ছবি দেখে লোকেরা হাসাহাসি করে। আসলে বিজেপি অভিষেককে সহ‌্য করতে, মোকাবিলা করতে পারছে না। ছবি দেখে বয়সে বড় সিনিয়রের বিষয়টা সুন্দরভাবে নেওয়া উচিত। তার মধ্যেও রাজনীতি দেখে সেখানে বিষ ঢালতে হবে!’’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ