Advertisement
Advertisement
AC local

শিয়ালদহ-রানাঘাট রুটে ছুটবে এসি লোকাল, যাত্রী সুরক্ষায় কী কী ব্যবস্থা? ভাড়া কত?

ট্রেনটি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে ছুটবে।

AC local will run on Sealdah-Ranaghat route

ফাইল চিত্র

Published by: Subhankar Patra
  • Posted:August 6, 2025 9:23 pm
  • Updated:August 6, 2025 9:25 pm   

নব্যেন্দু হাজরা: আর কিছুদিনের অপেক্ষা। শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ- রানাঘাট রুটে চলবে এসি লোকাল। ট্রেনে কী সুবিধা পাবেন যাত্রীরা। যাত্রী সুরক্ষার স্বার্থে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। ভাড়াই বা কত? আজ, বুধবার সমস্ত তথ্য জানাল রেল।

Advertisement

রেলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ১২টি কোচেই এসি যুক্ত। ট্রেনটি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে। কোচগুলি স্টেইনলেস স্টিলে তৈরি। মেট্রোর মতো একটি কোচ থেকে অন্য কোচে যাওয়া যাবে। এসি লোকালে থাকছে মোট ১১২৬টি সিট। তিনজন করে বসতে পারবেন। তাছাড়াও যাত্রীদের দাঁড়ানোর জন্য অনেকটা জায়গা রাখা হয়েছে। লাগেজ রাখার তৈরি করা হয়েছে শক্তপোক্ত রেক। প্রতিটি কোচে চারটি দরজা থাকবে। দরজাগুলি মেট্রোর মতো দুই দিকে খুলবে। স্টেশন ছাড়ার আগে বন্ধ হবে।

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকটি কোচে থাকবে সিসিটিভি। থাকছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। মেট্রোর মতোই প্রতিটি স্টেশনের আগে জানানো হবে কোন স্টেশন আসছে ও প্ল্যাটফর্ম কোন দিকে। দরজা খুলবে সেই দিকেই।

এই ট্রেনে সফর করার জন্য যাত্রীদের কত টাকা ভাড়া গুনতে হবে তাও জানিয়েছে রেল। শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত একদিকের যাত্রার ভাড়া ৩৫ টাকা। বারাকপুর পর্যন্ত লাগবে ৬০ টাকা। নৈহাটি পর্যন্ত গেলে গুনতে হবে ৯০ টাকা। রানাঘাট পর্যন্ত সেই ভাড়া ১২০টাকা। মাসিক, পাক্ষিক ও সপ্তাহিক টিকিটও কাটতে পারবেন যাত্রী। দমদম পর্যন্ত মাসিক ভাড়া ৬২০ টাকা, বারাকপুর পর্যন্ত মাসিক ভাড়া ধার্য করা হয়েছে ১২৭৫ টাকা। নৈহাটি পর্যন্ত মাসিক ভাড়া ১৮১০ টাকা। রানাঘাট পর্যন্ত ভাড়া করা হয়েছে ২৪৩০ টাকা।

ভারতীয় রেলে এর আগে মুম্বাই ও চেন্নাইয়ে এসি লোকাল চালু করেছে রেল। এবার তৃতীয় হিসাবে পূর্ব ডিভিশনে ছুটতে চলেছে এসি লোকাল। সূত্র মারফত খবর, ১০ তারিখ শিয়ালদহ থেকে যাত্রা শুরু করবে এই ট্রেনটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ