Advertisement
Advertisement
KMC

সাতসকালে পার্ক সার্কাসে দু্র্ঘটনা, পুরসভার আবর্জনার গাড়ির ধাক্কায় মৃত্যু ২ জনের

গুরুতর জখম হয়েছেন আরও ১ জন।

Accident in kolkata's park circus, one youth died | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 16, 2021 3:14 pm
  • Updated:August 16, 2021 9:49 pm  

অর্ণব আইচ: খাস কলকাতায় পুরসভার গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের। সোমবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় পার্ক সার্কাস সেভেন পয়েন্টে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

সপ্তাহের শুরুর দিনে স্বাভাবিকভাবেই প্রচুর মানুষের ভিড় ছিল পার্ক সার্কাস সেভেন পয়েন্টে। সেই সময় কলকাতা পুরসভার (KMC) আবর্জনা ফেলার একটি গাড়ি যাচ্ছিল ধাপার দিকে। আচমকাই সেভেন পয়েন্টে উলটোদিক থেকে আসা একটি বাইকে ধাক্কা দেয় ওই গাড়িটি। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে বাইক চালক। রক্তে ভেসে যায় রাস্তা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর জখম হন অপর বাইক আরোহী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়েছে তাঁরও।

[আরও পড়ুন: Narada Case: হাইপ্রোফাইল মামলায় আচমকাই গতি কমাল CBI, শুনানি পিছনোর আবেদন হাই কোর্টে]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। মৃতের আনুমানিক বয়স ২৭ বছর। তবে তিনি কোথাকার বাসিন্দা, কোথায় যাচ্ছিলেন তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দ্রুতই মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

[আরও পড়ুন: ‘বাকিরা ডায়লগ দেয়, আমি গোল দিই’, ফুটবল পায়ে TMC-কে চ্যালেঞ্জ Dilip Ghosh-এর]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement