Advertisement
Advertisement
Nabanna Abhijan

নবান্ন অভিযানের ডাকে ক্ষতির মুখে ব্যবসায়ীরা, অশান্তি রুখতে বাড়তি নিরাপত্তা

আন্দোলনকারীদের রুখতে হাওড়া শহরের চার মূল জায়গায় বসানো হয়েছে লোহার ভারী ব্যারিকেড।

Additional security to prevent unrest at Nabanna Abhijan
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 14, 2025 9:38 am
  • Updated:July 14, 2025 2:21 pm  

স্টাফ রিপোর্টার, হাওড়া: সোমবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ঐক্য মঞ্চ। অভিযানের রুটম্যাপ চূড়ান্ত না হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার থেকেই তৎপর হয় হাওড়া সিটি পুলিশ। আন্দোলনকারীদের রুখতে হাওড়া শহরের চার মূল জায়গায় বসানো হয়েছে লোহার ভারী ব্যারিকেড। একই সঙ্গে বারবার সোম ও মঙ্গলবারকে নবান্ন অভিযানে বেছে নেওয়ার জন্য তাঁদের ব্যবসা মার খাচ্ছে বলে ক্ষুব্ধ হয়েছেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। কারণ নবান্ন অভিযান হলেই মঙ্গলাহাটের ব্যবসায়ীদের সকাল সকাল দোকানপাট বন্ধ করে দিতে হচ্ছে। ফলে পুজোর আগে ব্যবসায় মার খাচ্ছেন ব্যবসায়ীরা। আর তাই আজ সোমবার মঙ্গলাহাটের ব্যবসায়ীরা এ নিয়ে হাওড়া থানা ঘেরাও করবেন বলে জানিয়েছেন।

Advertisement

শনিবার থেকেই নবান্নে ঢোকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আটকে দেওয়ার ব্যবস্থা হয়েছে। নবান্নের দিকে যাওয়ার শহরের মূল চারটি প্রবেশপথকে বড় বড় লোহার ব্যারিকেড দিয়ে সিল করে দেওয়া হবে। জিটি রোডের বঙ্গবাসী মোড়, ফরশোর রোডের রামকৃষ্ণপুর ঘাট গেট, কাজিপাড়া মোড় ও সাঁতরাগাছি মোড়ে বসানো হচ্ছে মূল ব্যারিকেডগুলো।

বড় রাস্তার পাশাপাশি নবান্ন সংলগ্ন শিবপুর, মন্দিরতলা, বেলেপোল এলাকাতেও ছোট গার্ডরেল বসানো হয়েছে। মূল চার পয়েন্টেই ২৫টি করে হাই রেজোলিউশনের ক্যামেরা বসানো হয়েছে। প্রতিটি পয়েন্টে মোতায়েন থাকছে র‍্যাফ। দুটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। সিসিটিভির মাধ্যমেও দিনভর কন্ট্রোল রুমে বসে নজরদারি চালাবেন পুলিশকর্মীরা। বিভিন্ন কমিশনারেট থেকে বাড়তি দু’হাজার পুলিশ নিয়ে আসা হয়েছে। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, “অভিযানকারীদের রুটম্যাপ যেহেতু সুনিশ্চিত হয়নি, তাই সবদিকের পরিস্থিতির উপরই নজর রাখা হবে।”

এদিকে এদিনও চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা মঞ্চের নবান্ন অভিযানের কারণে সকাল আটটার মধ্যে তাঁদের হাট গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। পোড়া মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির (সেন্ট্রাল) সভাপতি মলয় দত্ত বলেন, “চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের জন্য আমরাও সহমর্মী। কিন্তু বারবার বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সোম ও মঙ্গলবারকেই নবান্ন অভিযানের দিন হিসাবে বেছে নেওয়া হচ্ছে। সপ্তাহে এই দুটি দিনের উপরেই গোটা মঙ্গলাহাটের ব্যবসা নির্ভর করে। লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement