সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবিধান দিবসের (Constitution Day) সকালে ফের টুইটে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্যপাল। পরামর্শ দিলেন সংবিধান মেনে বাংলা শাসনের। এদিন সরকারি কর্মীদেরও নিশানা করেন জগদীপ ধনকড়।
রাজ্য-রাজ্যপালের সম্পর্ক কোনওদিন মধুর নয়। বারবার একাধিক ইস্যুতে একে অপরকে নিশানা করেন মুখ্যমন্ত্রী-রাজ্যপাল। বাঁকুড়ার সভা থেকে নাম না করেই বারবার টুইটে রাজ্যের কাজের সমালোচনা করা নিয়ে ধনকড়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে সেই আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যপাল। বৃহস্পতিবার ফের টুইটে মুখ্যমন্ত্রীকে ফের খোঁচা দিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। সংবিধান দিবসের সকালে পরপর দুটি টুইট করেন রাজ্যপাল। একটি টুইটে সকলকে মৌলিক কর্তব্য পালনে প্রতিশ্রুতি বদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
Greetings on ~ A day to remind ourselves on the ideals of justice, liberty, equality and fraternity that are the essence of India’s democratic spirit.
Let us on this day take a pledge to observe our fundamental duties for the progress of the nation.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1)
পরের টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। সংবিধান পালনের পরামর্শ দেন তিনি। সরকারি কর্মীদের উদ্দেশ্য করে লেখেন, “রাজনৈতিক মতাদর্শ ছেড়ে সরকারি কর্মীদের সংবিধানের মশাল হতে হবে।”
Adherence to constitution is quintessential to survival of democracy.
Time to follow constitutional norms, rule of law and protect human values and rights of the people.
Public servants must be torch bearers of constitution rather than be in political stance.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.