Advertisement
Advertisement
BJP

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শয়ে শয়ে প্রাণহানি, একাধিক কর্মসূচি বাতিল বঙ্গ বিজেপির

'এখন রাজনীতির সময় নয়', মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।

Ahmedabad Plane Crash: West Bengal BJP cancels all political programmes
Published by: Sayani Sen
  • Posted:June 13, 2025 12:10 pm
  • Updated:June 13, 2025 12:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে বিমান বিপর্যয় শোকস্তব্ধ গোটা দেশ। এখনও পর্যন্ত ২৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে একাধিক কর্মসূচি বাতিল করল বঙ্গ বিজেপি।

Advertisement

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমরা এই ঘটনায় শোকস্তব্ধ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এখন রাজনীতির সময় নয়। তাই আপাতত সমস্ত কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বলে রাখা ভালো, বৃহস্পতিবার সন্ধেয় দক্ষিণ কলকাতা জেলা অফিসে রবীন্দ্রনগরের আহতদের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। তবে তা তিনি করেননি। এছাড়া শুক্রবার রবীন্দ্রনগর নিয়ে বিধানসভায় অবস্থান কর্মসূচি ছিল গেরুয়া শিবিরের। রবীন্দ্রনগর নিয়ে আবার পৃথক কর্মসূচি ছিল বিজেপির পরিষদীয় দলের। অগ্নিমিত্রা পল এবং দীপক বর্মনের নেতৃত্বে বেশ কয়েকজন বিধায়কের এদিন রবীন্দ্রনগর যাওয়ার কথাও ছিল। সম্ভবত সে কর্মসূচিও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পাওয়া খবর অনুযায়ী, দলীয় কর্মসূচি ফের শনিবার থেকে শুরু করবে বিজেপি। আর বিজেপির পরিষদীয় দল আগামী ১৬ জুন অর্থাৎ সোমবার থেকে নিজেদের কর্মসূচি শুরু করবে।

উল্লেখ্য, গত ১২ জুন, মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়ে AI171 এয়ারবাসটি। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৬৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের তালিকায় রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। প্রাণ বেঁচেছে উড়ানে থাকা মাত্র একজনের। তিনি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশ। বৃহস্পতিবার তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকাল সকাল তাঁকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাসপাতালের বিছানায় শুয়েই আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বাসকুমার। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারবাস উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ। ২০১১ সাল থেকে যাত্রা শুরুর পর এ যাবৎ এই বিমানটি কোথাও দুর্ঘটনার কবলে পড়েনি। কীভাবে এমন অভিশপ্ত ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হয়নি এখনও। তা পেলেই সম্ভবত মিলবে উত্তর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ