Advertisement
Advertisement
Digha

উলটোরথেও দিঘায় থাকছে এয়ার অ্যাম্বুল্যান্স, প্রস্তুতিতে কোনও ত্রুটি রাখছে না নবান্ন

৪ তারিখ দুপুর থেকেই এয়ার অ্যাম্বুল্যান্সটি স্ট্যান্ড বাই থাকবে।

Air ambulance will be available in Digha during ulto rath

প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

Published by: Subhankar Patra
  • Posted:July 2, 2025 8:28 pm
  • Updated:July 3, 2025 12:07 am  

নব্যেন্দু হাজরা: রথের পর উলটোরথ। মাসির বাড়ি থেকে জগন্নাথদেবের ফিরতি যাত্রাতেও এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করছে রাজ্য সরকার। ভিড়ের চাপে কোনও ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে গঙ্গাসাগরের ধাঁচে তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় আনতে এই ব্যবস্থা নবান্নের।

দিঘার রথযাত্রায় এয়ার অ্যাম্বুল্যান্স তৈরি রাখা হয়েছিল। ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত দিঘায় এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছিল। সেই মতোই উলটো রথের দিন ভক্তদের কথা ভেবে স্ট্যান্ড বাই রাখা হচ্ছে একটি হেলিকপ্টার। নবান্ন সূত্রে খবর, পাঁচ জুলাই উলটো রথের দিন একটি হেলিকপ্টার মোতায়েন রাখার জন্য বলা হয়েছে। যে সংস্থার হেলিকপ্টার ব্যবহার করা হবে তাঁদের ইতিমধ্যেই জানানো হয়েছে। জানা গিয়েছে, ৪ তারিখ দুপুর থেকেই এয়ার অ্যাম্বুল্যান্সটিকে স্ট্যান্ড বাই রাখা হবে। প্রসঙ্গত, বুধবার নবান্নে উলটো রথযাত্রা, শ্রাবণী মেলা ও মহরমের জন্য আধিকারিকদের নিয়ে প্রস্তুতি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, গঙ্গাসাগর মেলায় বিপুল ভক্তের সমাগমে ভক্তদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে রাজ্য। দিঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনের পর প্রথম রথযাত্রায় বিপুল ভক্তের সমাগম হয়েছিল। তা মাথায় রেখে গঙ্গাসাগরের ধাঁচে এয়ার অ্যাম্বুল্যান্স রাখা হয়েছিল। এবার উলটো রথযাত্রাতেও সেই ব্যবস্থা থাকছে। কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে আসার প্রয়োজন হলে যাতে সময় বিলম্ব না হয় সেই জন্যই এই ব্যবস্থা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement