Advertisement
Advertisement
Financial fraud

ডিভোর্সের আগে চেক ‘চুরি’, বিচ্ছেদের পর সই জাল করে প্রাক্তন স্ত্রীর ২০ লাখ হাতালেন যুবক!

তদন্ত শুরু করেছে পুলিশ।

Allegation of Financial fraud, FIR lodged
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 12, 2025 11:45 am
  • Updated:June 12, 2025 11:45 am  

অর্ণব আইচ: ডিভোর্সের পর চেক চুরি করে ২০ লাখ টাকা হাতানোর অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। বিচ্ছেদ হওয়ার আগেই প্রাক্তন চেক চুরি করেছিলেন বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ব‌্যাপারে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই মহিলার বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। ২০১১ সালে মধ‌্য কলকাতার তালতলা এলাকার বাসিন্দা আখতার আলির সঙ্গে তাঁর বিয়ে হয়। দম্পতির এক সন্তানও রয়েছে। মহিলার অভিযোগ, তাঁর উপর শ্বশুরবাড়ির লোকেরা অত‌্যাচার চালাতেন। তাঁর সঙ্গে স্বামীর ডিভোর্সের মামলা হয়। বছর দু’য়েক আগে তাঁদের ডিভোর্স হয়ে যায়। তার আগে কোলোঘাটে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে তিনি বধূ নির্যাতনের অভিযোগও জানিয়েছিলেন। মহিলার অভিযোগ, ডিভোর্সের প্রায় দেড় বছর পর তিনি জানতে পারেন, তাঁর ব‌্যাঙ্কের অ‌্যাকাউন্ট থেকে কুড়ি লক্ষ টাকা তাঁর প্রাক্তন স্বামীর অ‌্যাকাউন্টে লেনদেন হয়েছে।

মহিলার অভিযোগ, তাঁর চেকবই থেকে একটি চেক চুরি করেছিলেন তাঁর প্রাক্তন স্বামী। তারপর সই জাল করে অভিযুক্ত টাকা তুলে নেন বলে মহিলার অভিযোগ। ব‌্যাঙ্কের বিরুদ্ধেও তাঁর অভিযোগ, পাঁচ লাখ টাকার বেশি একটি চেকের মাধ‌্যমে তোলা হচ্ছে দেখেও ব‌্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে ফোন করে কিছু জানায়নি। যেহেতু ওই বেসরকারি ব‌্যাঙ্কটি শেক্সপিয়র সরণি এলাকায়, তাই মহিলা শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে ওই ব‌্যাঙ্কের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে। ওই মহিলার প্রাক্তন স্বামীই ব‌্যাঙ্কে এসে টাকা তুলেছিলেন কি না, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement