Advertisement
Advertisement

Breaking News

Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্তকে সংগঠনের কাজ থেকে সরাল SFI

অভিযুক্ত যুবক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের আর্টস ইউনিটের-সহ সম্পাদক।

Allegation of physical assult against SFI leader in Jadavpur University

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 18, 2025 8:55 am
  • Updated:September 18, 2025 8:55 am   

স্টাফ রিপোর্টার: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এসএফআইয়ের আর্টস ইউনিটের-সহ সম্পাদকের বিরুদ্ধে। এক ছাত্রী ওই ছাত্রনেতা সৌমিক মণ্ডলের বিরুদ্ধে সংগঠনেই অভিযোগ জানিয়েছেন। এসএফআইয়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কমিটির তরফে বুধবার বেশি রাতে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ওই ছাত্রীর অভিযোগ পেয়েই আপাতত সৌমিককে সংগঠনের সব কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির এই সিদ্ধান্ত ওই ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগে কার্যত মান্যতা দিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Advertisement

এদিকে যাদবপুরের ক্যাম্পাসে সিসিটিভি লাগানো নিয়ে বাম-অতিবামদের বিরোধিতা প্রসঙ্গে ফের সরব হল তৃণমূল ছাত্র পরিষদ। সুদীপ রাহা এদিন সমাজমাধ্যমে দাবি করেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রাম, মফস্বল, শহরতলি থেকে একবুক স্বপ্ন নিয়ে পড়তে আসা ছেলেমেয়েদের অস্বাভাবিক মৃত্যু হবে, আর প্রমাণ লোপাটের স্বার্থে এরা সিসিটিভির বিরোধিতা করবে, এটা চলতে দেওয়া যাবে না। এদের দৌরাত্ম্যে বিশ্ববিদ্যালয়ে কার্যত অচলায়তনে পরিণত হয়েছে। যারা সিসিটিভির বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত উপাচার্য নিয়োগ করা হোক বিশ্ববিদ্যালয়ে।”

রাজ্যপালকেও নিশানা করে সুদীপের বক্তব্য, তিনি সানগ্লাসে চোখ লুকিয়ে দায় এড়াতে পারেন না। অন্যদিকে এদিন অনামিকা মণ্ডলের জুতো ও চশমার খোঁজে ঝিলে ডুবুরি নামায় পুলিশ। উদ্ধার হওয়া জুতো অনামিকার কি না, তা শনাক্ত করবে পরিবার। সেদিন অনুষ্ঠানে ও ঝিলপাড়ে থাকা আরও কয়েকজন পড়ুয়া, রক্ষী, কর্মীকে জেরাও করবে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ