Advertisement
Advertisement
Kolkata

মাদক খাইয়ে ধর্ষণ! বন্ধুর বিরুদ্ধে থানায় কলকাতার ইঞ্জিনিয়ারিং ছাত্রী

পুলিশের জালে অভিযুক্ত।

Allegation of physical assult, Kolkata student arrested

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 15, 2025 10:11 am
  • Updated:October 15, 2025 11:01 am   

অর্ণব আইচ: দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। যদিও পুলিশের দাবি, গণধর্ষণ নয়  ধর্ষণের ঘটনা ঘটেছে। এরই মাঝে খাস কলকাতায় ফের মাদক খাইকে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সহপাঠির বিরুদ্ধে। পুলিশের জালে অভিযুক্ত।

Advertisement

সম্প্রতি কলকাতার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আনন্দপুর থানার দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, এক সহপাঠী তথা বন্ধু তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেছে। তরুণী জানান, তিনি আনন্দপুরের একটি ফ্ল‌্যাটে ভাড়া থাকতেন। সেখানেই গিয়েছিল অভিযুক্ত। সেখানে পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে অভিযুক্ত তরুণীকে প্রায় অজ্ঞান করে ফেলে। এর পরই তাঁকে সে ধর্ষণ করে বলে অভিযোগ।

ভিনরাজ্যের ওই তরুণী এই ব‌্যাপারে বন্ধু রাজদীপের বিরুদ্ধে অভিযোগ জানান থানায়। এদিকে বিপদ বুঝে গা ঢাকা দেয় ওই যুবক।  কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। দিন কয়েক পর আনন্দপুর ফিরতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। ধৃতকে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। ঠিক কী ঘটেছিল তা দ্রুতই প্রকাশ্যে আসবে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ