Advertisement
Advertisement
Pahalgam Attack

‘পাশে আছি’, পুজো উদ্বোধনের মাঝেই পহেলগাঁও হামলায় নিহত বিতানের বাবা-মাকে আশ্বাস মমতার

এদিন বড়িশা-সহ একাধিক ক্লাবের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Amid inauguration of puja Mamata Banerjee consoles parents of Bitan Adhikary who was killed in Pahalgam attack
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 22, 2025 4:57 pm
  • Updated:September 22, 2025 5:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়িশা ক্লাবের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একইমঞ্চে পহেলগাঁও হামলায় নিহত বিতান অধিকারীর বাবা-মা। ‘ঘরের মেয়ে’ মমতাকে পাশে পেয়ে কেঁদে ফেললেন বৃদ্ধ দম্পতি। হাত ধরে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন মমতা। বললেন, “এখন কাঁদলে হবে না। শরীর খারাপ হবে। একটা ছেলে গিয়েছে ঠিকই। কিন্তু এত ছেলে রয়েছে আপনার।”

Advertisement

আজ প্রতিপদ। আকাশে বাতাশে পুজোর গন্ধ। এদিন শহরের একাধিক পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখছেন মণ্ডপ। সোমবার বিকেলে পুজো উদ্বোধনে বেহালার বড়িশা ক্লাবে যান তিনি। সঙ্গে স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরাও ছিলেন। এদিন বড়িশায় মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল পহেলগাঁও কাণ্ডে নিহত বিতান অধিকারীর বাবা-মাকে। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, তিনি বৃদ্ধ দম্পতির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিতানের বাবা-মা। চোখের জল ধরে রাখতে পারেননি তাঁরা। তাঁদের সামলে নেন মুখ্যমন্ত্রীই। বলেন, “এখন কাঁদলে হবে না। শরীর খারাপ হবে। একটা ছেলে গিয়েছে ঠিকই। কিন্তু এত ছেলে রয়েছে আপনার।” এরপরই তিনি দলের স্থানীয় নেতাদের নির্দেশ দেন, সবসময় দম্পতির খোঁজ রাখার।

মঞ্চ থেকে বিরোধীদের নিশানা করতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকে আক্রমণ করে বললেন, “কেউ কেউ ঘটনার পর যোগাযোগ করে পাশে থাকার আশ্বাস দিয়েছিল। কিন্তু কই তাঁদের তো আর দেখা যাচ্ছে না।” এরপরই মনে করিয়ে দিলেন, নন্দীগ্রাম, সিঙ্গুর কাণ্ডের এতবছর পরও শহিদদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন। বললেন, “এতবছর পরও একুশে জুলাই শহিদদের শ্রদ্ধা জানানো হয়।” অর্থাৎ বুঝিয়ে দিলেন, কথা দিলে কথা রাখেন তিনি।   

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ