রূপায়ণ গঙ্গোপাধ্যায়: অফিসিয়াল বৈঠক নয়, ঘরোয়া আলোচনার মধ্যে দিয়েই বাংলায় দলের সংগঠন ও প্রচার কৌশল নিয়ে শুক্রবার সকালে রাজ্যের প্রথম সারির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে নিউটাউনের হোটেলে আলোচনা সেরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর নিয়ে বঙ্গ বিজেপির কি অবস্থান ও প্রচার কৌশল কী হবে, সেটাও কিছুটা বলে দিয়েছেন ঘরোয়া আলোচনায়।
শুক্রবার চতুর্থীর দিন ঝটিকা সফরে শহরে এসে গোটা দুয়েক পুজো উদ্বোধন করে গিয়েছেন শাহ। কালীঘাটে পুজোও দিয়েছেন। এসবের ফাঁকে নিউটাউনের হোটেলে তিনি কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করে গিয়েছেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদাররা। ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলও।
প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, পুজোর আগেই শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন কমিটি গড়বেন। কিন্তু দলের গোষ্ঠীকোন্দল সামলে সেটা করে উঠতে পারেননি বঙ্গ বিজেপির সভাপতি। এমনকী আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠকেও সেই কোন্দল মেটানো যায়নি। নতুন কমিটি তৈরি হয়ে গেলে শাহ পুজোর আগেই আগামী দিনের রণকৌশল নিয়ে দিশানির্দেশ দিয়ে যেতেন। সমস্যা হল, সেটা হয়নি। শোনা যাচ্ছে, বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি দ্রুত চূড়ান্ত করে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য রাজ্য নেতাদের বার্তা দিয়েছেন তিনি। পুজোর মরশুম মিটলেই কলকাতায় এসে নতুন রাজ্য কমিটির সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। শোনা যাচ্ছে, পুজোর মরশুম মিটলেই বঙ্গ বিজেপির নতুন কমিটি ঘোষণা হবে। আর নতুন কমিটি ঘোষিত হওয়ার পর শাহ ফের বঙ্গে আসবেন। উৎসব কাটার পর নতুন কমিটির সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তেমনটাই আশ্বাস দিয়ে গিয়েছেন শাহ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.