স্টাফ রিপোর্টার: বিহারের ভোট মিটলেই ডিসেম্বর থেকে বাংলায় নিয়মিত যাতায়াত শুরু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই পরিকল্পনা রয়েছে বলে বিজেপি সূত্রেই খবর। শুধু তাই নয়, ডিসেম্বর থেকেই প্রতি মাসে অন্তত তিনবার রাজ্যে আসবেন শাহ। ভোট প্রচার শুরু হয়ে গেলে আরও বাড়বে তাঁর আসা-যাওয়া। তাই নিউটাউন এলাকায় কোনও গেস্ট হাউস বা বড় বাড়ি খোঁজা হচ্ছে অমিত শাহর জন্য। বাংলায় এলে সেখানেই থাকবেন তিনি।
একুশ সালে বাংলায় যেভাবে ডেলি প্যাসেঞ্জারি করেছেন, এবার তা চাইছেন না। যাতায়াতের ধকল নিতে চান না তিনি। তাই একটা থাকার জায়গা খোঁজ চলছে তাঁর জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় থাকলে তাঁর অফিসও কিছুটা এখানে চলে আসবে। কেন্দ্রীয় সরকারের কাজ করতে করতেই তিনি এখানে টানা তিন-চারদিন থেকে সাংগঠনিক বৈঠক, জনসভা-সহ বিধানসভা নির্বাচনের দলের কাজ পরিচালনা করবেন। কোথায় থাকবেন, তা এখনও চূড়ান্ত নয়। তবে জানা যাচ্ছে, নিউ টাউন এলাকায় দেখা হচ্ছে বাড়ি। যেখানে শুধু অফিস নয়, সরকারি আধিকারিকরাও থাকতে পারবেন।
এখন কলকাতায় এলে নিউটাউনের একটি বেসরকারি হোটেলের ৩২ তলায় তিনি থাকেন। এটা তাঁর খুব প্রিয় জায়গা। তবে যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়, নিরাপত্তা ও নানা প্রোটোকলের ব্যাপারও রয়েছে, তাই আলাদা কোনও বাড়ি ভাড়া বা গেস্ট হাউস না পাওয়া যায় সেক্ষেত্রে ওই বেসরকারি হোটেলেরই কয়েকটি ফ্লোর বিধানসভা নির্বাচন পর্যন্ত ভাড়া নেওয়া হতে পারে। আর অমিত শাহর জন্য সত্যিই যদি নিউটাউনে হোটেলের কোনও ফ্লোর বা গেস্ট হাউস ভাড়া নেওয়া হয় তাহলে তা অবশ্যই ব্যতিক্রমী ঘটনা হবে বাংলার রাজনীতিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.