Advertisement
Advertisement
Amit Shah

জামাই ষষ্ঠীতে বাংলায় ‘শাহী’ সফর, দীর্ঘ টালবাহানার পর সূচি ঘোষণা বিজেপির

ওই দিন নেতাজি ইন্ডোরে দলের সর্বস্তরে নেতা-কর্মীদের কর্মিসভা রয়েছে অমিত শাহর।

Amit Shah will visit in Kolkata on June 1 according to Sukanta Majumdar

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 27, 2025 6:02 pm
  • Updated:May 27, 2025 6:39 pm   

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সফর পিছনো নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরপরই বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপি এবং দিল্লির শীর্ষ নেতৃত্ব আলোচনার মাধ্যমে ‘শাহী’ সফরের দিনক্ষণ নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ১ জুন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন কলকাতায় আসছেন অমিত শাহ। ওইদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মিসভার করার কথা তাঁর। এই সূচির কথা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

Advertisement

শাহের বঙ্গ সফর নিয়ে দীর্ঘ টালবাহানা চলেছে। কখনও বলা হয়েছে, চলতি মাসের একেবারে শেষেই কলকাতা আসবেন অমিত শাহ। রয়েছে একগুচ্ছ কর্মসূচি। পরে আবার সেই সফর পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয় বঙ্গ বিজেপির তরফে। তাতে সপ্তাহখানেক সফর পিছিয়ে যাচ্ছে বলে জল্পনা শুরু হয়। কিন্তু মঙ্গলবার বিকেলেই আবার সেই সূচিতে বদল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দেন, ১ জুনই বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওইদিন নেতাজি ইন্ডোরে দলের কর্মিসভা। সেখানে সর্বস্তরের দলীয় কর্মী, নেতাদের সেখানে থাকতে হবে বলে নির্দেশ দলের।

সূত্রের খবর, জামাই ষষ্ঠীতে ‘শাহী’ সফর নিয়ে আপত্তি তুলেছিল বঙ্গ বিজেপির একাংশ। ওইদিন পারিবারিক অনুষ্ঠান থাকায় দলের কর্মসূচিতে হাজির থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। যদিও এনিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, জামাই ষষ্ঠীর অনুষ্ঠান তো বিকেলের মধ্যে মিটেই যাবে। বঙ্গ বিজেপির আরেকটা অংশ চাইছিল না শাহের কলকাতা সফর পিছিয়ে যাক। এরপর দীর্ঘ আলোচনা হয় কেন্দ্র-রাজ্য নেতৃত্বের মধ্যে। অবশেষে ঠিক হয়, ১ জুনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর। ওইদিন কলকাতায় এসে বঙ্গের গেরুয়া শিবিরকে নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন শাহ। বাজিয়ে দেবেন ছাব্বিশের ভোটের বাদ্যি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ