ফাইল ছবি
গোবিন্দ রায়: রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো আর জি কর হাসপাতালেই কাজ করবেন। কলকাতা হাই কোর্ট এই নির্দেশ দিল। আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় গত বছর চাঞ্চল্য ছড়িয়েছিল বিভিন্ন মহলে। জুনিয়র চিকিৎসকদের তরফে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো।
গত ২৭ মে অনিকেত মাহাতোর কাছে বদলির নির্দেশ এসেছিল। আর জি কর হাসপাতাল থেকে তাঁকে উত্তরবঙ্গের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয় বলে খবর। পছন্দের জায়গায় পোস্টিং না দেওয়া হলে কাউন্সেলিংয়ের অর্থ কী? সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনিকেত। বিচারপতি বিশ্বনাথ বসুর এজলাসে এই মামলা উঠেছিল। আদালতে অনিকেত মাহাতো দাবি করেন, তাঁর র্যাঙ্ক ২৪। আর জি কর হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে ৪টি শূন্যপদ আছে। একটি শূন্যপদে মেধাতালিকায় অনিকেতের আগে থাকা একজনকে নিয়োগ করা হয়েছে। দুটি শূন্যপদে ২৬ এবং ৩৪ র্যাঙ্ক করা দুই চিকিৎসক নিযুক্ত রয়েছেন। কিন্তু অনিকেত ওই হাসপাতালে নিয়োগ পাননি।
৮৭১ জনের মধ্যে ৮৬৯ জনের পোস্টিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনেই হয়েছে। কিন্তু অনিকেত মাহাতো-সহ দু’জন চিকিৎসকের ক্ষেত্রে সেই বিষয়টি মানা হয়নি। কোনও গ্রহণযোগ্য ব্যাখ্যাও পাওয়া যায়নি। পর্যবেক্ষণে এমনই জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এরপরেই নির্দেশ দেন, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়, আর জি করেই থাকবেন অনিকেত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.