Advertisement
Advertisement
Nabanna

নবান্ন অভিযানে বিজেপির ‘গুন্ডামি’, পুলিশকে মারধর কাণ্ডে গ্রেপ্তার আরও ১ কর্মী

বুধবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Another BJP worker arrested for assaulting police during Nabanna march
Published by: Subhankar Patra
  • Posted:August 14, 2025 11:06 am
  • Updated:August 14, 2025 12:43 pm   

অর্ণব আইচ: নবান্ন অভিযানে পুলিশকে মারধর কাণ্ডে গ্রেপ্তার আরও এক বিজেপি কর্মী। তাঁকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানার পুলিশ। বুধবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে আজ আদালতে পেশ করা হবে।

Advertisement

ধৃত বিজেপি কর্মীর নাম মহিন্দ্রচন্দ্র সাহা। তিনি নৈহাটির পূর্ব কাঁঠালিয়া এলাকার বাসিন্দা। বুধবার রাত দেড়টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একদল বিক্ষোভকারী পুলিশকে মারছে। পুলিশের দাবি, সেই দলে দেখা গিয়েছে মহিন্দ্রচন্দ্রকে। নবান্ন অভিযানে  পুলিশকে মারধরের অভিযোগে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ২।

এর আগে ডিসি এসএসডি বিদিশা কলিতা ও কনস্টেবল প্রশান্ত পোদ্দারকে রাস্তায় ফেলে মারধর, খুনের চেষ্টার অভিযোগে জগদ্দলের বাসিন্দা চন্দন গুপ্ত নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বউবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তারপর বুধবারে গ্রেপ্তার নৈহাটির বাসিন্দা।

উল্লেখ্য, আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার যথাযথ বিচার মেলেনি বলে অভিযোগ তুলে গত ৯ আগস্ট সিবিআই-এর উপর চাপ তৈরির লক্ষ্যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা-মা। গত শনিবার একদিকে পার্ক স্ট্রিট, অন্যদিকে সাঁতরাগাছিতে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে শামিল হওয়া বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন। আক্রান্ত হন একাধিক পুলিশকর্মী। সেখানে পুলিশকর্মীদের খুনের চেষ্টার অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ