Advertisement
Advertisement

Breaking News

Kolkata Fire

ম্যান্ডেভিলা গার্ডেনেসের পর গড়িয়াহাটের রেস্তরাঁ! দুর্যোগের শহরে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা

দুর্যোগের কলকাতা একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা।

Another fire incident in Kolkata, after Mandevilla garden now in Gariahat

ফাইল ছবি।

Published by: Kousik Sinha
  • Posted:September 23, 2025 7:02 pm
  • Updated:September 23, 2025 7:56 pm   

অর্ণব আইচ:  দুর্যোগের কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। মঙ্গলবার সকালেই বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনসে পর পর দুটি দোকানে বিধ্বংসী আগুন লাগে। এরপর দুপুরে গড়িয়াহাটের এক রেস্তরাঁয় আগুন লাগে। খবর পেয়েই ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করে দমকল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

জানা যায়, এদিন ৪টের কিছু পরে হঠাৎ করেই ওই রেস্তরাঁর রান্নাঘরে প্রথম আগুন দেখতে পান কর্মীরা। মুহূর্তে তা অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। খবর যায় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে এদিন তেমনটা ভিড় ছিল না ওই রেস্তরাঁয়। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়।

বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার সকালে ম্যান্ডেভিলা গার্ডেনসের বাজারের একটি দোকানে আগুন দেখা যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর দেওয়া হয় দমকলে। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে পাশের দোকানেও তা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৪ টি ইঞ্জিন। ছুটে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দমকল কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। পরিস্থিতির খোঁজ নেন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ